২৮ সেপ্টেম্বর ২০২৩, গোটে দেশের স্মৃতিতে আজ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। প্রয়াত গায়িকার ৯৪ তম জন্মদিন বলে কথা। করোনা কালে মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন যিনি। গোটা দেশ শোকস্তব্ধ হয়ে পড়েছিল। সুর হারিয়েছিল ভারত। আরও এক লতা মঙ্গেশকরের জন্ম কি সত্যি সম্ভব? লতা মঙ্গেশকর যদি আবারও জন্ম নেন তবেই হয়তো সম্ভব। তবে না, খোদ লতা মঙ্গেশকরই তা চাননি কখনও। অতীতে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে। যাঁর জীবন সাধারাণের চোখে স্বপ্নের মতো, যাঁর জীবন সকলের কাছে এক কথায় আদর্শ, তিনি চাননি সেই জীবন ফিরে পেতে।
একবার জাভেদ আখতরের সঙ্গে সাক্ষাৎকারে লতা মঙ্গেশকর জানিয়েছিলেন, তিনি আর জন্ম নিতেই চান না। যদি জন্ম হয়, তবে পরের জন্মে তিনি কী হতে চান? প্রশ্ন করেছিলেন জাভেদ। উত্তরে লতা মঙ্গেশকর জানিয়েছিলেন, আমায় আগেও অনেকে প্রশ্ন করেছিলেন। জন্ম না হলেই ভাল হয়। আর যদি সত্যি জন্ম হয়, তবে আমি লতা মঙ্গেশকর হয়ে জন্ম নিতে চাই না। লতা মঙ্গেশকরের যা যন্ত্রণা, তা লতা মঙ্গশকরই জানেন।
যা সকলের কাছে স্পষ্ট করে দেয়, এই সুরসম্রাজ্ঞীর জীবনেও কোনও না কোনও আক্ষেপ রয়েছে, কোনও না কোনও ক্ষোভ রয়েছে। প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে, লড়াই থাকে, যন্ত্রণা থাকে, যা সহজে হয়তো সকলকে বুঝিয়ে বলে ওঠা হয় না। বা যতই একটা মানুষ উপরে উঠতে থাকে, ততই তাঁর হয়তো নিজের ভেতরে থআকা চাপা কষ্টগুলো প্রকাশ্যে আনার ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়, প্রতিটা স্টারই মুখে হাসি নিয়ে সাধারণদের বিনোদন দেওয়ার চেষ্টা করে চলেছেন ঠিকই, তবে সেই হাসির পিছনে লুকিয়ে থাকা দুঃখ যন্ত্রণাগুলো অস্বীকার করার নয়। তাই লতা মঙ্গেশকরও চাননি তাঁর সেই স্টারডার্মের ভরপুর জীবন। ফিরে পেতে চাননি শত শত মানুষের ভালবাসায় ভরে থাকা জীবন…।