ছবিতে কবীর সিংয়ের প্রীতির প্রতি একরোখা ভালবাসার নিদর্শন আগেই পেয়েছেন তামাম সিনেপ্রেমীরা। কবীরের চরিত্রে শাহিদ কাপুর বেশ ভালভাবেই ফুটিয়ে তুলেছিলেন সেই চরিত্র। তবে জানেন কি বাস্তব জীবনে শাহিদ নিজেও পড়েছিলেন এমন একজনের পাল্লায় যিনি সকাল-বিকেল তাঁকে অনুসরণ করে জীবন অতিষ্ঠ করে তুলেছিল শাহিদের। তিনি কোনও ‘আমআদমি’ নন। রীতিমতো একজন স্টারকিড। শাহিদের প্রেমে এতটাই পাগল ছিলেন সেই মহিলা যে অভিনেতার বাড়ির পাশে কিনে ফেলেন এক বাড়িও। ঘটিয়েছিলেন আরও রকমারি সব কাণ্ড। সব সীমা অতিক্রান্ত হয়ে যায় যখন পরিচিত মহলে নিজেকে শাহিদের স্ত্রী হিসেবে পরিচয় দিতে শুরু করেন সেই মহিলা। একসময় বাধ্য হয়ে থানায় এফআইআর করতে বাধ্য হন শাহিদ। কে সেই স্টারকিড? তিনি আর কেউ নন, বর্ষীয়ান নেতা রাজ কুমারের মেয়ে বাস্তবিকতার পণ্ডিত।
সূত্র মারফৎ জানা যায় শাহিদ কাপুরের সঙ্গে তাঁর আলাপ হয় কোরিওগ্রাফার শিয়ামক ডাভারের ক্লাসে। সব কিছু ভালই চলছিল। হঠাৎই একদিন শাহিদের প্রেমে পড়েন ওই স্টারকিড। তবে শাহিদের তরফে তাঁর প্রতি এরকম কোনও অনুভূতি ছিল না। কিন্তু বাস্তবিকতার ছিলেন নাছড়বান্দা।
২০১২ সালে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শাহিদ। শোনা যায় শাহিদের ছবির সেটে গিয়ে বসে থাকতেন তিনি। এমনকি শাহিদ বাইরে শুটিংয়ে গেলেও চলে যেতেন ওই ব্যক্তি। তবে যেই নিজেকে স্ত্রী হিসেবে পরিচয় দিতে শুরু ক্রএন, শাহিদ আর চুপ থাকতে পারেননি। তিনি দ্বারস্থ হন পুলিশের। যদিও সে সব অতীত। এই মুহূর্তে মীরা রাজপুতের সঙ্গে সুখে সংসার করছেন শাহিদ কাপুর।