Taapsee Pannu: ‘অপয়ার’ তকমা কাটিয়ে কামব্যাক, কেরিয়ারে তাপসীর অন্ধকার অধ্যায়

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 01, 2023 | 6:30 PM

Controversy: তাঁর ছবি নাকি বক্স অফিসে জায়গা করে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী পান্নু জানিয়ে ছিলেন, তিনি নিজের ভুল থেকেই শিক্ষা নিতে পছন্দ করেন।

Taapsee Pannu: অপয়ার তকমা কাটিয়ে কামব্যাক, কেরিয়ারে তাপসীর অন্ধকার অধ্যায়

Follow Us

তাপসী পান্নু, বলিউড থেকে দক্ষিণ একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি দক্ষিণী ছবি দিয়েই। ছবির নাম ছিল আদুকলম। এই ছবি বক্স অফিসে ব্যপক সাড়া ফেলেছিল। একের পর এক জাতীয় পুরস্কার এসেছিল এই ছবির ঝুলিতে। তারপর থেকে একের পর এ ছবির প্রস্তাব পেতে থাকেন তাপসী পান্নু। তবে কথায় বলে প্রতিটা ভোর জীবনের সমান হয় না, তাপসী পান্নুরও একটা সময় এমন আসে যখন তাঁর বেশ কিছু ছবি ফ্লপ হতে শুরু করে। বক্স অফিসে সেভাবে জায়গা করতে পারে না। তারপর থেকেই শুরু হয়ে যায় চরম সমালোচনা। ঝড়ের গতিতে ভাইরাল হয়, সেই সকল খবর।

তাপসী পান্নুকে একশ্রেণী দিয়ে বসেন অপয়ার তকমা। সেই সময় কঠোর পরিশ্রম করতে হয়েছিল তাপসীকে কাজ পেতে। তাঁকে আনলাকি চার্মের তকমাও দেওয়া হয়। তাঁর ছবি নাকি বক্স অফিসে জায়গা করে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী পান্নু জানিয়ে ছিলেন, তিনি নিজের ভুল থেকেই শিক্ষা নিতে পছন্দ করেন। তাপসীর কথায়, সত্যি বলছি আমি হয়তো সেই সময় ছবির প্রস্তাব গ্রহণ করার আগে ওত ভাবিনি, কারণ সেই সময় আমার কিছু করার ছিল না। তবে তাপসী বরাবরই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াতেই বিশ্বাসী, তাই ঘুরে দাঁড়াতে খুব বেশি দিন সময় নেননি।

এই প্রসঙ্গে তাপসী জানান, আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়ে থাকি। আমি প্রথমে ছবির কার, কে করছেন, তা দেখেই সাক্ষর করে দিতাম। তবে এই পদ্ধতি আমার ক্ষেত্রে খাটেনি। আমার ক্ষেত্রে ভুলটা কোথায় ছিল, সম্পূর্ণ ছবির ব্যর্থতার জন্য আমায় দায়ী করা হত। অথচ দেখতে গেলে আমার হয়তো পাঁচটা দৃশ্য আর তিনতে গান রয়েছে ছবিতে। তবে কেউ বাকি দিকগুলো বিচারের পক্ষপাতী ছিলেন না। এখান থেকেই আমার কাঁধে দায়িত্ব নেওয়ার সাহস তৈরি হয়। এখন কোনও ছবি আমি এটাই নিজের দায়িত্বে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস রাখি।

Next Article