ক্রিকেট খেলোয়াড় হিসেবে সবচেয়ে খারাপ ব্যবহার বিরাটের! এমনটাই বলেছিলেন বলিউডের সিনিয়র অভিনেতা নাসিরউদ্দিন শাহ। এবং এই মন্তব্য করার পরই কটাক্ষের শিকার হয়েছিলেন নাসির। তাঁকে তুলোধনা করেছিলেন বিরাটের ভক্তরা। এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন তাঁরা যে, রাতারাতি নাসিরকে দেশে ছেড়ে চলে যাওয়ার কথাও বলেছিলেন তাঁরা।
বরাবরই নানা বিষয়ে মন্তব্য করেন নাসির। মনের কথা সপাটে বলে দেন আগুপিছু না ভেবেই। ধনুক থেকে তীর এবং টিউব থেকে পেস্ট বেরলে যেমন তা ফেরত নেওয়া যায় না। সবটা জেনেও নাসির এমন ধরনের মন্তব্য করতে ছাড়েন না। তাই ২০১৭ সালে বিরাটকে নিয়ে এমন মন্তব্যে নাকানিচোবানি খেতে হয়েছিল নাসিরকে। বলেছিলেন, “বিরাট নিঃসন্দেহে বিশ্বের সেরা ব্যাটসম্যান, কিন্তু ব্যবহারগত দিক থেকে সবচেয়ে খারাপ।”
ফেসবুকে করা একটি পোস্টে নাসির আরও লিখেছিলেন, “…এবং এই খারাপ ব্যবহারের কারণেই বিরাটের প্রতিভা ঢাকা পড়ে যাচ্ছে।” বিরাট-ভক্তদের উদ্দেশে সেই পোস্টে নাসির বলেও ছিলেন, তাঁর দেশে ছেড়ে চলে যাওয়ার কোনও বাসনা নেই।
এই ঘটনার পর বিরাট কিন্তু নাসিরের বিরুদ্ধে কোনও কথাই বলেননি। এমনকী, কোনও প্রতিক্রিয়াও দেননি তিনি। তাতে বিরাট-অনুরাগীরা আরও ক্ষিপ্ত হয়েছিলেন নাসিরের উপর। তাঁকে দ্বিগুণ সমর্থন করতে শুরু করেছিলেন ভক্তরা। নাসিরকে হুকুম করেছিলেন, বিরাট সম্পর্কে করা মন্তব্য ফিরিয়ে নিতে এবং ক্ষমা চাইতে। যদিও কিছু মানুষ সেই সময় নাসিরকেও সমর্থন করেছিলেন। এবং বলেছিলেন বিরাটের সত্যিই ব্যবহারগত সমস্যা আছে।
সম্প্রতি একদিনের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ব্যস্ত আছেন বিরাট। তার মধ্যে গুজব রটেছে যে, তাঁর স্ত্রী বলি অভিনেত্রী এবং প্রযোজক অনুষ্কা শর্মা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। অন্যদিকে ‘পুষ্পা’, ‘আরআরআর’-এর মতো আরও বেশকিছু ছবির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার জন্য ফের জনতার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে নাসিরকে।