Ananya Chakraborty: এই খেলোয়াড়ের সঙ্গেই চুটিয়ে প্রেম গায়িকা অনন্যার, জানেন তিনি কে?
Ananya Chakraborty: গায়িকা অনন্যা চক্রবর্তীকে মনে আছে? বাংলার রিয়ালিটি শো ছাপিয়ে জাতীয় স্তরেও তিনি ছিনিয়ে নিয়েছেন পরিচিতি। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ পরিচিত।
গায়িকা অনন্যা চক্রবর্তীকে মনে আছে? বাংলার রিয়ালিটি শো ছাপিয়ে জাতীয় স্তরেও তিনি ছিনিয়ে নিয়েছেন পরিচিতি। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ পরিচিত। মাঝেমধ্যেই বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব হতে দেখা যায় তাঁকে। প্রশ্ন তোলেন, সমালোচিত হন আবার তারিফও কুড়োতে দেখা যায় তাঁকে। এ হেন অনন্যার হৃদয়ে ‘ভালবাসার মরসুম’। সামাজিক মাধ্যম খুললেই প্রেমিকের সঙ্গে তাঁর মিষ্টি ছবির ছড়াছড়ি। কে তাঁর প্রেমিক? প্রেমিকের নাম বিশাল সিং। তাঁর ইনস্টাগ্রামের বায়োতে লেখা স্পোর্টসপারসন। সামাজিক মাধ্যম ঘাঁটলেই দেখা যায় খেলাধুলো নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে তাঁর। ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যাও খুব একটা কম নয়। এ ছাড়াও তিনি ফিটনেস কোচও। জিম-ফ্রিক, তা তাঁর চেহারা দেখলেই বোঝা যায়। তাঁর ইনস্টাগ্রাম প্লাবিত অনন্যার সঙ্গে ছবিতে। কখনও ক্যাপশনে লেখা, “আমার হৃদয়ের মালিক’ আবার কখনও লেখা, “চলো দুজনে একসঙ্গে মিলে পাগলামি করি।” শুধু কি বিশাল? অনন্যাও ‘পিডিএ’ অর্থাৎ পাবলিক ডিসপ্লে অব এফেকশনেও কম যান না। তাঁর সোশ্যাল মিডিয়াতেও দু’জনের একসঙ্গে হাজারও ছবি।
View this post on Instagram