দিন দুই আগে থেকেই জল্পনা তুঙ্গে। ফের নাকি মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী তথা সফল মহিলা প্রযোজক অনুষ্কা শর্মা। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত একটিও শব্দ ব্যয় করেননি অনুষ্কা কিংবা তাঁর স্বামী ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। কিন্তু জল্পনা যে আছে, তা নিয়ে সন্দেহ নেই। ফের সেই জল্পনা উসকে দিল এক ঘটনা।
আসন্ন ৫ অক্টোবর থেকে শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ (আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ)। ভারতীয় ক্রিকেটমহলে তাই ভীষণ ব্যস্ত এখন। দিনরাত প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির মাঝেই জরুরি বিমানে মুম্বই চলে আসতে বাধ্য হলেন বিরাট কোহলি। তাঁর চলে আসার কারণ হিসেবে বিরাট বলেছেন ‘পার্সোন্যাল এমার্জেন্সি’ , অর্থাৎ ব্যক্তিগত কারণ ঘটেছে। তাই বিশ্বকাপের তোড়জোড় ত্যাগ করে চলে আসতে বাধ্য হয়েছেন ক্রিকেট তারকা। এবং এই ঘটনা ঘটার পর থেকেই আরও জোড়ালো হয়েছে অনুষ্কার দ্বিতীয়বার প্রেগন্যান্সির রটনা। অনুরাগীদের প্রশ্ন, ‘অনুষ্কা ঠিক আছেন তো?’
বিগত কয়েক দিন থেকেই বাড়ি থেকে বেরনো এক্কেবারে বন্ধ করে দিয়েছেন অনুষ্কা শর্মা। এমনকী, স্বামী বিরাটের সঙ্গে বিশ্বকাপের সফরেও তিনি যাচ্ছেন না। এদিকে কিছুদিন আগেই মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। পাপারাৎজ়িদের সেদিন বিরাট উত্তর দিয়েছিলেন, ভাল খবর সময় আসলেই দেওয়া যাবে। এখনই তাঁরা কিছু বলবেন না।
২০১৭ সালে চুপিসারেই ইতালিতে বিয়ে করেছিলেন অনুষ্কা এবং বিরাট। তার আগে ডেট করেছিলেন কিছুদিন। ২০২০ সালে জন্ম নেয় তাঁর প্রথম সন্তান ভামিকা। এখনও পর্যন্ত ভামিকারই মুখ দেখেনি দুনিয়া।