Oscar Price: অস্কারের দাম মাত্র ৮২ টাকা, চাইলে আপনিও কিনতে পারবেন?

Viral News: মূল্য রাখা হয়েছে কেবল মাত্র ৮২ টাকা, অর্থাৎ ১ ডলার মাত্র। তবে কেন কেনা যাবে না? 

Oscar Price: অস্কারের দাম মাত্র ৮২ টাকা, চাইলে আপনিও কিনতে পারবেন?

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 13, 2023 | 6:02 PM

অস্কার, যার কদর গোটা বিশ্বে। এই মঞ্চে পুরস্কৃত হওয়ার অর্থ গোটা বিশ্বব্যাপী সম্মানিত হওয়া। হাতে ওই মেমেন্টোটা ধরার আনন্দই আলাদা। বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকা হাজার হাজার শিল্পীর চোখে স্বপ্ন। পুরস্কারটি হাতে তুলে গর্বের মুহূর্ত সকলেই শেয়ার করে থাকেন। অথচ এই অস্কারের আর্থিকমূল্য মাত্র ৮২ টাকা? কি অবিশ্বাস্য বলে মনে হচ্ছে তো? মনে হতেই পারে, যে তাহলে চাইলেই একটি অস্কার নিজের সংরক্ষণে রাখাই যায়। না, সেটা সম্ভবপর নয়। আর সেটা সম্ভব নয় বলেই এর মূল্য রাখা হয়েছে কেবল মাত্র ৮২ টাকা (ভারতীয় বর্তমান ডলার পরিমাপে), অর্থাৎ ১ ডলার মাত্র। তবে কেন কেনা যাবে না?

নিউজ ১৮-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, না, কেউ এটি কিনতে পারবে না। তবে এটির দাম এত কম কেন? কারণ এটি বিক্রি করা যাবে না। Academy of Motion Pictures Arts and Sciences-এর একটি নির্দিষ্টি নিয়ম রয়েছে। প্রতি বিজেতাকেই তা মেনে চলার নির্দেশও দেওয়া হয়। যেহেতু এটি ইন্ডাস্ট্রির সর্বাধিক সম্মানিত পুরস্কার, সেহেতু আকাদেমি চায়না এটি যত্রতত্র পাওয়া যাক। কেউ যদি এটি বিক্রি করতে চায়, তবে সবার আগে যেন তা আকাদেমিকেই ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। তাও মাত্র ১ ডলার মূল্যে। অনত্র এটি বিক্র করা যাবে না।

২০১৫ সালে ক্যালিফর্নিয়ার এক বিচারক এই মর্মে একটি রায় দিয়েছিলেন। যেখানে স্পষ্ট বলা রয়েছে, বিজেতারা এই পুরস্কার বিক্রি করতে পারবেন না, নষ্ট করতেও পারবে না। যদিও এই স্ট্যাচু তৈরি করতে খরচ পরে ৪০০ ডলার। তবে এবার বাজার দর মাত্র ১ ডলার। এই পুরস্কারকে সুরক্ষিত করতেই এমন নিয়ম করা হয়েছে। তাই ইচ্ছে থাকলেই কিনে ফেলা যাবে না। আবার কোনও বিজেতা কেউ এটি নষ্টও করতে পারবেন না।