Twinkle Khanna Arrest: প্রকাশ্যে স্বামী অক্ষয়ের প্যান্ট খুলেছিলেন, হাজতবাস করতে হয় টুইঙ্কলকে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Feb 18, 2023 | 8:00 AM

Twinkle Khanna: অক্ষয় কুমারকে বিয়ে করার পর নিজের ইচ্ছেতে অভিনয় ছেড়েছিলেন টুইঙ্কল খান্না। তিনি এখন একজন লেখিকা।

Twinkle Khanna Arrest: প্রকাশ্যে স্বামী অক্ষয়ের প্যান্ট খুলেছিলেন, হাজতবাস করতে হয় টুইঙ্কলকে
অক্ষয়ের জন্যই জেল হয় টুইঙ্কলের।

Follow Us

বেশ কিছু বছর আগের একটি ঘটনা। ঘটনা বেশ বিরল। এবং এই বিরল ঘটনা একটি দৃষ্টান্তও স্থাপন করেছে। শুনলে আঁতকে উঠবেন এক মুহূর্তে। একটি ব়্যাম্প শোয়ে হাঁটছিলেন অক্ষয় কুমার। তার চারপাশে ছিলেন অনেক সুন্দরী রমণী। কেবল তাঁরা নন, দর্শকাসনে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নাও। হঠাৎই ব়্যাম্পে হাঁটতে-হাঁটতে স্ত্রীর কাছে চলে যান অক্ষয়। তারপরই ঘটে সেই বিরল ঘটনাটি।

টুইঙ্কলকে ইশারায় বলতে থাকেন, তিনি যেন অক্ষয়ের প্যান্টের বোতাম খুলে দেন। কাজটি করতে একটুও সময় নষ্ট করেননি টুইঙ্কল। স্বামীর আদেশ অক্ষরে-অক্ষরে পালন করেছিলেন তিনি। চট করে খুলতে শুরু করেন অক্ষয়ের প্যান্টের বোতাম। সেদিন সেই ব়়্যাম্প শোয়ে উপস্থিত অতিথি থেকে শুরু করে মডেলরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন।

ঠিক কোন উদ্দেশে স্ত্রীকে প্যান্টের বোতাম খোলার নির্দেশ দিয়েছিলেন অক্ষয়, তা জানা না গেলেও, এর জন্য ফেঁসে যান খোদ টুইঙ্কলই। তাঁকে নানাবিধ তির্যক মন্তব্যের মোকাবিলা করতে হয়। এবং কফিনে শেষ পেরেকের মতো আইনি কিছু জটিলতাও তৈরি হয়। অক্ষয়-টুইঙ্কলের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেই এফআইআরের ভিত্তিতে হাজতবাস পর্যন্ত হয় টুইঙ্কেলের। এটাই আমাদের দেশ। বলা ভাল, নানা মুনি, নানা মতের দেশ। এখানে অনেক কিছুই ঘটতে পারে একের পর-এক।

Next Article