কলকাতা: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন সাহিত্যিক অমর মিত্র। তবে তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। গত ৩১ ডিসেম্বর তাঁর ঠাণ্ডা লেগে জ্বর আসে। তারপর থেকেই তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। এরপরই কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে তাঁর। পারিবারিক সূত্রের খবর আপাতত তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত স্থিতিশীল রয়েছেন বর্ষীয়ান সাহিত্যিক।
সাহিত্যিক অমর মিত্রের জন্ম ১৯৫১ সালের ৩০ আগস্ট বাংলাদেশের সাতক্ষীরা উপজেলার ধূলিহর গ্রামে। ১৯৭৪ সালে মেলার দিকে ঘর গল্প নিয়ে বাংলা সাহিত্যে তাঁর আত্মপ্রকাশ। প্রথম উপন্যাস নদীর মানুষ ১৯৭৮ সালে প্রকাশিত হয় অমৃত পত্রিকায়। প্রথম গল্পের বই মাঠ ভাঙে কালপুরুষ ১৯৭৮ সালে প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চপদস্থ কর্মচারী হিসেবে তিনি কর্মজীবন শেষ করেন।
প্রায় ৫০ বছরের সাহিত্যিক জীবনে নানা সম্মানে ভূষিত হয়েছেন অমর মিত্র। ২০০৬ সালে তিনি ধ্রুবপুত্র উপন্যাসের জন্য পান সাহিত্য অকাদেমি পুরস্কার। এছাড়াও ২০০১ সালে অশ্বচরিত উপন্যাসের জন্য পান বঙ্কিম পুরস্কার। অন্যান্য সম্মানের মধ্যে ২০০৪ সালে শরৎ পুরস্কার, ১৯৯৮ সালে সর্বভারতীয় কথা পুরস্কার, ২০১০ সালে গজেন্দ্রকুমার মিত্র পুরস্কারও পান তিনি। বিখ্যাত অভিনেতা এবং নাট্যকার মনোজ মিত্র তাঁর অগ্রজ।
২০১৯ সালের ৪-ই সেপ্টেম্বর থেকে ৬-ই সেপ্টেম্বরে কাজাখস্তানের রাজধানী নূর-সুলতান শহরে প্রথম এশিয়ান লেখক সম্মেলনে ( The First Forum Of Asian Countries’ Writers ) একমাত্র ভারতীয় লেখক হিশেবে আমন্ত্রিত হন তিনি। এবং কাজাখস্তানের রাষ্ট্রপতির সভাপতিত্বে কংগ্রেস হলে উনুষ্ঠিত উদ্বোধনী মঞ্চে তাঁর লিখিত প্রতিবেদন ‘ মিথিকাল লাইফ’ পাঠ করেন। এশিয়া মহাদেশের যে পাঁচজন লেখককে উদ্বোধনী মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি ছিলেন তাঁদের অন্যতম।
বর্তমানে ডাক্তাররা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। আপাতত ভয়ের কিছু নেই, তিনি স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: West Bengal Government on Omicron Live: ৩ জানুয়ারি থেকে স্কুল-কলেজ বন্ধ, অফিসে আসবেন ৫০ শতাংশ