Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Honey Singh Gets Trolled: ‘কোন দেশের বাঁদর?’ হানি সিং-এর কনসার্টের ভিডিয়ো ভাইরাল হতেই ট্রোলের বন্যা

Viral Video:

Honey Singh Gets Trolled:  'কোন দেশের বাঁদর?' হানি সিং-এর কনসার্টের ভিডিয়ো ভাইরাল হতেই ট্রোলের বন্যা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 11:45 AM

হানি সিং বলিউড খ্যাত এই র‍্যাপার গত কয়েক মাস ধরেই বিতর্কের জেরে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। একের পর এক হিট গান তাঁর ঝুলিতে, বাঘা বাঘা ছবিতে তিনি গান গেয়ে সকলকে তাঁক লাগিয়েছেন। আর সেই সকল গান আজও সাধারণের মুখে মুখে চর্চিত। তবে মাঝে হঠাৎই ঘটে ছন্দপতন। মাদকের নেশা গ্রাস করে হানি সিংকে। যার ফলে কিছুটা বিরতিতে যেতে হয় গায়ককে। কিছুটা সময় নিয়ে আবারও কামব্যাক করলেন তিনি। মাঝে একাধিক বিতর্কিত বিষয় নাম জড়িয়ে যায় গায়কের। নাম জড়িয়ে যায় অপহরণ মামলাতেও। তবে সে সব কাটিয়ে তিনি এখন স্বাভাবিক ছন্দে ফিরতে মরিয়া। সম্প্রতি এক কনসার্টে তাঁকে দেখা গেল অন্য মেজাজে। যেখানে লম্ফ-ঝম্প করে দর্শকদের উত্তেজিত করার কোনও সুযোগই ছাড়লেন না গায়ক।

সে পেশী ফুলিয়ে দেখানোই হোক কিংবা মিউজিকের ছন্দে ছন্দে নাচ করাই হোক। নতুন উদ্যমে ফিরে এসেছেন তা বোঝাতেই ১০০ গুণ বেশি এনার্জি ঢেলে দিয়েছেন এই কনসার্টে। তবে ট্রোলারদের মুখ বন্ধ করা বেজায় কঠিন। তাই এখানেও খুঁত ধরে বসলেন তাঁরা। সোশ্যাল মিডিয়া এই ভিডিয়ো ক্লিপিং ভাইরাল হতে নেটিজেনদের একাংশের প্রশ্ন, ‘এ কেমন নাচ?’ কেউ কেউ আবার প্রশ্ন ছুড়ে দিলেন ‘এ কোন দেশের বাঁদর?’ একের পর এক কটাক্ষের তীর হানি সিং এর দিকে। ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে চর্চাও তুঙ্গে। রীতিমতো ঠাট্টার পাত্র হয়ে উঠেছেন তিনি, নেটিজেনদের একাংশের হাতে। যদিও ট্রেলিং সেলেবদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কোনও ভুল মন্তব্য হোক বা কোনও পারফরম্যান্স হোক, কিংবা ব্যক্তি সম্পর্কে পান থেকে চুন খসলেই বিপদ, বাঁকা কথা বলতে পিছপা হয় না নেটপাড়া। তাই এ ক্ষেত্রেও তাঁর কামব্যাককে স্বাগত জানানোর বদলে কটাক্ষই করা হলে বেশি।