Sanya Malhotra: মেট্রোয় ইভটিজ়িংয়ের শিকার ‘কুস্তি’-করা নায়িকা, অসহায় অবস্থায় ফেলতে পারেননি চোখের একফোঁটা জলও

Bollywood Actress: শুধু এই ঘটনাই নয়, অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পরও শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল তাঁকে। একবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ছবি তোলার অছিলায় তাঁর কোমরে হাত দেয় বলে জানিয়েছেন সানয়া।

Sanya Malhotra: মেট্রোয় ইভটিজ়িংয়ের শিকার কুস্তি-করা নায়িকা, অসহায় অবস্থায় ফেলতে পারেননি চোখের একফোঁটা জলও
মেট্রোয় ইভটিজ়িংয়ের শিকার 'কুস্তি'-করা নায়িকা, অসহায় অবস্থায় ফেলতে পারেননি চোখের একফোঁটা জলও

| Edited By: Sneha Sengupta

May 23, 2023 | 7:38 PM

আমির খানের বিখ্য়াত ছবি ‘দঙ্গল’-(Dangal)এর সেই ববিতা কুমারীকে মনে আছে? সেই ববিতা ওরফে সানয়া মালহোত্রা (Sanya Malhotra)আজ পরিণত অভিনেত্রী। ‘দঙ্গল’-এ আমির খানের মেয়ের চরিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। সম্প্রতি জীবনের এক অপ্রীতিকর ঘটনার কথা শেয়ার করেছেন অভিনেত্রী। মেট্রোয় শ্লীলতাহানির শিকার হন অভিনেত্রী। এই বিষয়ে কী বলছেন সানয়া?

পথে-ঘাটে শ্লীলতাহানীর ঘটনা নতুন নয়। এবার এই বিষয়েই মুখ খুললেন বলিউড অভিনেত্রী সানয়া। কলেজ থেকে বাড়ি ফেরার পথে মেট্রোতে শ্লীলতাহানী হয় তাঁর। অবাক করে দেওয়ার মতো ঘটনা হল, সেই সময় সেখানে উপস্থিত কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। সানয়ার কথায়, “ইভনিং কলেজ থেকে ফেরার জন্য মেট্রোয় উঠেছিলাম। একদল ছেলেও ওঠে ওই একই কামরায়। এবং তাঁরা ক্রমাগত উত্ত্যক্ত করতে থাকে আমায়। শুধু তাই-ই নয়, ওরা আমার গায়েও হাত দেয় (‘teased and touched’)।” সানয়ার এই অভিজ্ঞতার আর একটি ভয়াবহ দিক হল, অভিযুক্ত ব্য়ক্তি তাঁর এক ফ্যান।

Hauterrfly-এর ওই সাক্ষাৎকারে সানয়া বলেছেন, “আমরা মহিলারা ঠিক বুঝতে পারি যখন এই ধরনের কোনও ঘটনা ঘটে। ঘটনার সময় আমি এক্কেবারে একা। তাই চুপ করে ছিলাম তখন। নিজেকে ভীষণই অসহায় বলে মনে হচ্ছিল তখন। কিন্তু কোনও অবস্থাতেই কাঁদব না বলে মনে-মনে ঠিক করে ফেলেছিলাম তখন।” এরপর রাজীব চক (Rajiv Chowk) স্টেশনে নেমে যান সানয়া। তবে এখানেই শেষ নয়, তাদের হাত থেকে বাঁচতে স্টেশনে নেমে যাওয়ার পরও ওই দুষ্কৃতীর দল পিছু নেয় তার। সকলেই ছিল লম্বা-চওড়া চেহারার। এরপর ওই স্টেশনের বাথরুমে ঢুকে বাবাকে ফোন করেন অভিনেত্রী। বাবাকে তিনি বলেন তাঁকে সেখান থেকে নিয়ে যেতে বলেন। ওই স্টেশনে উপস্থিত মানুষকে অবশ্য সাক্ষাৎকারে ধন্যবাদ জানিয়েছেন সানয়া। শেষে আরও জানান, ওই দুষ্কৃতীরা এতটাই শক্তিশালী ছিল যে, তাদের সঙ্গে শক্তিতে পেরে ওঠা সম্ভব ছিল না সানয়ার পক্ষে। খুব স্বাভাবিকভাবেই অসহায় পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি।

শুধু এই ঘটনাই নয়, অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পরও শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল তাঁকে। একবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ছবি তোলার অছিলায় তাঁর কোমরে হাত দেয় বলে জানিয়েছেন সানয়া। এতে তীব্র অস্বস্তিবোধ করেছিলেন তিনি। তা দেখেও উপস্থিত ফটোগ্রাফারদের কেউ এগিয়ে আসেননি বলেও দাবি অভিনেত্রীর। এই ঘটনায় ভীষণ রেগে যান সানয়া। প্রসঙ্গত, ‘দঙ্গল’-এর হাত ধরে বলিউডে পা রেখে একের পর এক ছবিতে কাজ করছেন তিনি। এরপর নওয়াজউদ্দিনে সিদ্দিকীর সঙ্গে ২০১৯ সালে অভিনয় করেছিলেন গ্ল্যামারহীন লো বাজেট সিনেমা ‘ফটোগ্রাফ’-এ। পরিণত অভিনয় ও সাহসিকতা দুইয়েরই পরিচয় দিয়েছিলেন এই ছবির মাধ্যমে। এরপর ‘পাগলাইত’-এও সেই ধারা অব্যাহত রেখেছিলেন অভিনেত্রী। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘কাঠাল’।