ভুল নিয়মে বিয়ে, কটাক্ষের শিকার দর্শনা এবার দিলেন স্পষ্ট জবাব
Darshana Banik: বাঙালি নিয়মে এমনটা সাধারণ হয় না। সেখানে ছাতনাতলার আগে বহু বউ ও বর একে অন্যের মুখ দেখে না। তবে দর্শনা ও সৌরভ একসঙ্গেই অনুষ্ঠান পালন করে। তা নিয়ে প্রশ্ন তোলায় এবার সঙ্গীত বাংলায় উত্তর দিলেন দর্শনা।

দর্শনা বণিক, সম্প্রতি ধুমধামে বিয়ের পিঁড়িতে বসেছেন। অভিনেতা সৌরভ দাসের গলায় দিয়েছেন মালা। টলিপাড়ার অন্যতম চর্চিত বিয়ে। বলিউডি স্টাইলে গালা সেলিব্রেশন, তবে বাঙালি মতে বিয়েতে কি আদপে এই ছবি ধরা পড়ে, এবার প্রশ্ন তুলল নেটপাড়া। সেলেবদের জীবন অনেকটাই খোলা বইয়ের মতো। সোশ্যাল মিডিয়ায় প্রতিটা মুহূর্তে কোনও না কোনও ছবি ধরা পড়ে, আর তা যদি হয় বিয়ে, তবে তো বলাই বাহুল্য, প্রতিটা মুহূর্ত ফ্রেমবন্দি হওয়া চাই। শুধু ফ্রেমবন্দিই নয়, পাশাপাশি সেই সকল ছবি দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়ে থাকেন সেলেবরা। যার ব্যতিক্রম ঘটেনি দর্শনা ও সৌরভের ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ায় তেমনই এক ছবি দেখে এবার সরব নেটিজ়েনদের একাংশ। যেখানে দেখা যায় গায়ে হলুদের সময় পাত্র ও পাত্রীকে অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করতে।
বাঙালি নিয়মে এমনটা সাধারণ হয় না। সেখানে ছাতনাতলার আগে বহু বউ ও বর একে অন্যের মুখ দেখে না। তবে দর্শনা ও সৌরভ একসঙ্গেই অনুষ্ঠান পালন করে। তা নিয়ে প্রশ্ন তোলায় এবার সঙ্গীত বাংলায় উত্তর দিলেন দর্শনা। তবে দর্শনা উত্তর দেওয়ার আগেই কমেন্ট বক্সে অপর এক ভক্ত স্পষ্ট জানিয়ে দেন, ‘মানুষ নিয়ম তৈরি করে, মানুষই নিয়ম ভাঙে, এখন এসবই চলে। এগুলো কোনও ব্যাপার নয়।’
View this post on Instagram
সেই সূত্র টেনেই দর্শনা জানান, যে মানুষটি প্রতিক্রিয়া জানিয়েছেন, তাঁকে ধন্যবাদ। কারণ আমার মনে হয় এটা সঠিক যুক্তি। তবে আগেকার নিয়মে হয়তো এমনটা করা হতো না, তবে এখন ঠিকই আছে। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাচ্ছে বহু নিয়ম। পাল্টে যাচ্ছে রীতিনীতি। যেখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন তথাকথিত অনুষ্ঠান সেলিব্রেশনের পর্যায় দাঁড়িয়েছে। পাল্টাচ্ছে বিয়ের বিভিন্ন নিয়মও। পাল্টে যাচ্ছে তার ধরন। তাই এখন এই ছক ভাঙা বিয়ে ভীষণ ট্রেন্ডি, অর্থাৎ এটা এখন অধিকাংশের কাছে ভীষণ চেনা ছবি। তাই এই ট্রোলকে খুব একটা গুরুত্ব দিলেন না তিনি।





