‘আলো ছায়া’র শুটিং শেষে কোথায় বেড়াতে গেলেন দেবাদৃতা?

স্বরলিপি ভট্টাচার্য |

Apr 09, 2021 | 4:15 PM

এই মুহূর্তে দেবাদৃতা দার্জিলিংয়ে ছুটি কাটাচ্ছেন। সঙ্গী তাঁর পরিবারের সদস্যরা। এমনিতেই পাহাড় ভালবাসেন অভিনেত্রী। আর দার্জিলিং যেন কখনও পুরনো হওয়ার নয়।

‘আলো ছায়া’র শুটিং শেষে কোথায় বেড়াতে গেলেন দেবাদৃতা?
দেবাদৃতা বসু। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

সদ্য শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’র শুটিং। আর কয়েকদিন পরেই টেলিকাস্টও শেষ হবে। কোনও ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করলে, ছুটি পাওয়া একপ্রকার অসম্ভব। আর খুব প্রয়োজন না হলে টানা ছুটির তো প্রশ্নই ওঠে না। একই পরিস্থিতি ছিল এই ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেত্রী (Actress) দেবাদৃতা বসুর (Debadrita Basu)। দীর্ঘদিন কাজের পর সবে ছুটি পেয়েছেন। আর ছুটি পেয়েই বেড়াতে গেলেন তিনি।

এই মুহূর্তে দেবাদৃতা দার্জিলিংয়ে ছুটি কাটাচ্ছেন। সঙ্গী তাঁর পরিবারের সদস্যরা। এমনিতেই পাহাড় ভালবাসেন অভিনেত্রী। আর দার্জিলিং যেন কখনও পুরনো হওয়ার নয়। পাহাড়ি সৌন্দর্য এবং স্থানীয় খাবারে ছুটির মুহূর্ত এনজয় করছেন তিনি।

দেবাদৃতার কেরিয়ারে প্রথম ধারাবাহিক ‘জয়ী’। ফুটবল খেলতে ভালবাসে এমন একটি মেয়ের গল্প দিয়ে তৈরি ছিল চিত্রনাট্য। তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি দত্ত। সে সময় সিরিয়াল প্রেমী দর্শকের ঘরে ঘরে দেবাদৃতা-দিব্যজ্যোতি ছিল পরিচিত নাম।

‘আলো ছায়া’য় আবার ভিন্ন ভূমিকায় দেবাদৃতাকে দেখেছেন দর্শক। তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন ঐন্দ্রিলা বসু, অর্ণব বন্দোপাধ্যায়ের মতো শিল্পীরা।

দেবাদৃতার কাছে বেড়াতে যাওয়া মানে নতুন এনার্জি। পরবর্তী কাজের কথা এখনও প্রকাশ্যে কিছু জানাননি তিনি। এই মুহূর্তে কাজ নিয়ে খুব একটা ভাবছেন না। কাজের চাপে পরিবারকে সময় দেওয়া হয় না। তাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ছুটি কাটিয়ে কলকাতা ফিরে ফের নতুন কাজে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী।

আরও পড়ুন, ভিখিরির কোনও পছন্দ হয় না, আমি সেভাবেই শুরু করেছিলাম: অপারশক্তি

Next Article