এক সময় তাঁর নামের আগে বিশেষণ বসত, ‘কলকাতার রসগোল্লা’। ঠিক ধরেছেন তিনি অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। তাঁর ছবির বিখ্যাত গান ‘কলকাতার রসগোল্লা’ এক সময় তুমুল জনপ্রিয় হয়েছিল। বহুদিন পরে সেই গানের সঙ্গে পারফর্ম করলেন দেবশ্রী। সৌজন্যে জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’।
আগামিকাল দোল। সেই উপলক্ষে জমাটি সেলিব্রেশন হবে এই শো-এ। যার মুখ্য আকর্ষণ দেবশ্রী। মঞ্চে তাঁর ছবির বিখ্যাত সেই গানের সঙ্গে পারফর্ম করলেন তিনি। আর তা দেখে মহাগুরু মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) উক্তি, “কী করে তোকে ভুলব জানি না”।
এতদিন পরে মিঠুনকে সামনে পেয়ে আপ্লুত দেবশ্রীও। পাশাপাশি শো-এরও প্রশংসা করলেন তিনি। তাঁর কথায়, “আমার খুব ভাল লাগল। খুব আনন্দ করলাম। সকলেই একটা লেভেলে পারফর্ম করছে। অনেকদিন পর আবার আমার হিরোর সঙ্গে দেখা হল। মিঠুনদাও যে কথাগুলো বলল, ভাল লেগেছে।”
বহু নতুন প্রতিভাকে সুযোগ করে দিচ্ছে এই শো। প্রতি সপ্তাহে বিচারকের দায়িত্ব সামলান দেব, মনামী ঘোষ। মিঠুনের উপস্থিতি এই শোয়ের অন্যতম আকর্ষণ। দোল স্পেশ্যাল এপিসোডে যদিও সকলের চোখ থাকবে দেবশ্রীর দিকে। প্রতিযোগীদেরও প্রশংসা করেছেন তিনি। অত্যক্ষ সুদক্ষ নৃত্যশিল্পী দেবশ্রীর পরামর্শ কাজে লাগবে প্রতিযোগীদের। বহুদিন পরে মিঠুনের সঙ্গে পারফর্ম করলেন তিনি। দু’জনেই আবেগপ্রবণ হয়ে পড়েন। সে সব দৃশ্যের সাক্ষী হবেন টেলিভিশন দর্শক।
আরও পড়ুন, শাহরুখের অফিস নিজের হাতে সাজিয়ে দিলেন গৌরি