শাহরুখের অফিস নিজের হাতে সাজিয়ে দিলেন গৌরি
গৌরি জানান, অফিসে তিনি অনেকটা দ্বিতীয় বাড়ির পরিবেশ দিতে চেয়েছিলেন। বাড়ির আরাম অফিসে যাতে কিছুটা অনুভব করতে পারেন কর্মীরা, সে দিকে নজর ছিল তাঁর। বাইরের অনেকটা জায়গা খালি রেখে ডিজাইন করাটা তাঁর কাছে চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন।
পর্দায় তাঁর অভিনয় আপনাকে হয়তো মুগ্ধ করে। তাঁর মার্কেটিং স্ট্র্যাটেজি পেশাদার হিসেবে হয়তো আপনাকে নতুন করে ভাবতে শেখায়। তিনি অর্থাৎ বলিউড (bollywood) অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। বলি বাদশা যে অনেকের অনুপ্রেরণা, এ কথা অস্বীকার করা যায় না। সেই শাহরুখ ঠিক কোথায় বসে কাজ করেন, কোন জায়গা থেকে নতুন নতুন ভাবনার জন্ম হয়, তা দেখতে ইচ্ছে করে বইকি! এ বার সেই ইচ্ছে পূরণের পালা।
শাহরুখ খানের অফিস ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। তারই একটি ছবি শেয়ার করলেন শাহরুখ পত্নী গৌরি খান (Gauri Khan)। যিনি পেশায় একজন ইন্টিরিয়র ডিজাইনার। গৌরিই দায়িত্ব নিয়ে সাজিয়ে দিয়েছেন শাহরুখের অফিস। সেই অভিজ্ঞতা শেয়ার করে গিয়ে লিখেছেন, “লকডাউনের মধ্যে শাহরুখের অফিস রেড চিলিজ সাজানোটা আমার কাছে দারুণ অভিজ্ঞতা। সাদা, কালো এবং ধূসর রঙের প্যালেটের উপর সাধারণ থিমে অসাধারণ কাজ হয়েছে।”
গৌরি আরও জানান, অফিসে তিনি অনেকটা দ্বিতীয় বাড়ির পরিবেশ দিতে চেয়েছিলেন। বাড়ির আরাম অফিসে যাতে কিছুটা অনুভব করতে পারেন কর্মীরা, সে দিকে নজর ছিল তাঁর। বাইরের অনেকটা জায়গা খালি রেখে ডিজাইন করাটা তাঁর কাছে চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন। “শাহরুখ যাতে আরাম করে ভার্চুয়াল মিটিং, ক্রিয়েটিভ ব্রেনস্টরমিং এবং ভবিষ্যতের কাজ নিয়ে অফিসে বসে পরিকল্পনা করতে পারে, সেটা দেখা আমার দায়িত্ব”, বলেন তিনি। অফিসের কেজো সোফাই হোক বা নরম আলোর টেবিল ল্যাম্প সবেতেই রয়েছে গৌরির হাতের ছোঁয়া।
View this post on Instagram
মুম্বইয়ের ‘মন্নত’-এর বাংলো নিজে হাতে সাজিয়েছেন গৌরি। এমনকি তাঁদের দিল্লির বাড়িও নিজে দায়িত্ব নিজে সাজিয়েছেন। এ বার শাহরুখের অফিসও সাজিয়ে দিলেন তিনিই। কারণ শাহরুখ কী পছন্দ করেন, বন্ধু হিসেবে তিনি সবথেকে ভাল জানেন। তাই তাঁর সাজানো ঘর বা অফিস শাহরুখের যে পছন্দ হবে, এ বিষয়ে কনফিডেন্ট গৌরি।
আরও পড়ুন, জীবনে হঠাৎই বড় সিদ্ধান্ত নিলেন অঙ্কুশ!