জীবনে হঠাৎই বড় সিদ্ধান্ত নিলেন অঙ্কুশ!

সূত্রের খবর, নিজের সমস্ত সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের দেখভাল নিজেই করেন অঙ্কুশ। অনেক তারকার সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকলেও, এই কাজটা তিনি নিজে করেন।

জীবনে হঠাৎই বড় সিদ্ধান্ত নিলেন অঙ্কুশ!
অঙ্কুশ হাজরা।
Follow Us:
| Updated on: Mar 26, 2021 | 10:02 PM

এই মুহূর্তে তিনি ছুটির মেজাজে। এই মুহূর্তে তিনি মালদ্বীপে। তিনি অর্থাৎ টলিউড (tollywood) অভিনেতা (Actor) অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। মালদ্বীপে দীর্ঘ প্রতীক্ষিত ছুটি কাটাচ্ছেন। সঙ্গে রয়েছেন বান্ধবী ঐন্দ্রিলা সেন। তার মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়া এখন সকলের জীবনের সঙ্গেই জড়িয়ে গিয়েছে। ভার্চুয়ালি অ্যাকটিভ থাকা এখন দৈনন্দিনের চাহিদা। এই পরিস্থিতিতে টুইটার থেকে ছুটি চাইছেন অঙ্কুশ। অর্থাৎ তাঁর টুইটার হ্যান্ডেল ডি-অ্যাক্টিভেট করে দিতে চান। টুইট করেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার অঙ্কুশ টুইট করেন, ‘আজকের দুনিয়ায় সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন এবং অনেকগুলো অ্যাকাউন্ট থেকে অনলাইন প্রোমোশন হ্যান্ডল করা সমস্যার। আমি আমার টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করছি। ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাভেলেবল থাকব। যাঁরা আমাকে শুধুমাত্র টুইটারে ফলো করেন, তাঁরা দয়া করে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করুন।’

সূত্রের খবর, নিজের সমস্ত সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের দেখভাল নিজেই করেন অঙ্কুশ। অনেক তারকার সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকলেও, এই কাজটা তিনি নিজে করেন। কারণ অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ তাঁর পছন্দের। পেশাদারি সব দায়িত্ব সামলে দিনভর সোশ্যাল মিডিয়ার এতগুলো অ্যাকাউন্ট সামলানোর সময় তিনি পাচ্ছিলেন না। সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। যদিও ঐন্দ্রিলা এখনও পর্যন্ত এমন কোনও সিদ্ধান্ত নিয়েছেন কি না, সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। টুইটার থেকে বিরতি নেওয়ার কারণে তাঁর অনুরাগী মহলে বিশেষ কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছেন নায়ক।

আরও পড়ুন, অনস্ক্রিন চুমুর দৃশ্যে আমি স্বচ্ছন্দ নই: কুণাল কাপুর