‘সাঁঝের বাতি’র ‘চারু’র মালদ্বীপ ভ্রমণ, সঙ্গী কে?

স্বরলিপি ভট্টাচার্য |

Mar 29, 2021 | 3:42 PM

নিজেদের রোম্যান্টিক ছবি শেয়ার করে ক্যাপশনে দেবচন্দ্রিমা লিখেছেন, ‘আমি এবং তুমি। আমরা গোটা পৃথিবীর হিংসের কারণ হতে পারি।’

‘সাঁঝের বাতি’র ‘চারু’র মালদ্বীপ ভ্রমণ, সঙ্গী কে?
মালদ্বীপে প্রেমিকের সঙ্গে দেবচন্দ্রিমা (বাঁদিকে), পর্দার চারুর লুকে অভিনেত্রী (ডানদিকে)।

Follow Us

পিছনে অনন্ত সমুদ্র। তার সামনে তৈরি হল রোম্যান্টিক মুহূর্ত। তাঁকে কোলে তুলে নিলে প্রেমিক। তিনি অর্থাৎ দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy )। জনপ্রিয় ধারাবাহিক ‘সাঁঝের বাতি’র নায়িকা (Actress) ‘চারু’।

বাংলা টেলিভিশনের দর্শক প্রতিদিন ‘চারু’কে একেবারে ভিন্ন লুকে দেখতে অভ্যস্ত। কিন্তু বাস্তবে তিনি একেবারেই আলাদা। চরিত্রের প্রয়োজনে তাঁকে যে লুক, মেকআপ বা গেটআপে আপনি দেখেন, রিয়েল লাইফে দেবচন্দ্রিমা সম্পূর্ণ ভিন্ন। আপাতত তিনি ছুটির মুডে। মালদ্বীপে অবসর এনজয় করছেন। আর তাঁর ছুটির মুহূর্তের সঙ্গী দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সায়ন্ত।

সায়ন্ত-দেবচন্দ্রিমার সম্পর্কের খবর টেলি পাড়ায় অনেকেই জানেন। নিজেদের সম্পর্ক কখনও লুকিয়ে রাখেননি তাঁরা। কাজের সূত্রেই তাঁদের আলাপ, বন্ধুত্ব। সেখান থেকেই প্রেমের দিকে গড়ায় সেই সম্পর্ক। তবে বিয়ে কবে করছেন, সে নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি।

নিজেদের রোম্যান্টিক ছবি শেয়ার করে ক্যাপশনে দেবচন্দ্রিমা লিখেছেন, ‘আমি এবং তুমি। আমরা গোটা পৃথিবীর হিংসের কারণ হতে পারি।’ এই বার্তা কি বিশেষ কারও উদ্দেশ্যে? ইন্ডাস্ট্রির অন্দরেই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি দেবচন্দ্রিমার প্রতি অন্য কেউ দুর্বল ছিলেন? তাঁদের ব্যক্তিগত সম্পর্ক কারও হিংসার কারণ কেন হবে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন গসিপ।

তবে এ সবে মোটেই পাত্তা দিতে রাজি নন দেবচন্দ্রিমা। আপাতত তিনি চুটিয়ে ছুটি এনজয় করছেন। ছুটি শেষে ফের কাজে ফিরবেন তিনি।

আরও পড়ুন, ঋত্বিক রোশনের মা পিঙ্কির বেস্ট ফ্রেন্ড নাকি এক নায়িকা?

Next Article