ঋত্বিক রোশনের মা পিঙ্কির বেস্ট ফ্রেন্ড নাকি এক নায়িকা?
খনকার হোলি ছিল বন্ধুদের সঙ্গে আনন্দ করার, সেলিব্রেশনের। আর সেই বন্ধুদের মধ্যে অন্যতম ছিলে নীতু কাপুর এবং ঋষি কাপুর। সোশ্যাল মিডিয়ায় সেই পুরনো হোলির ছবি শেয়ার করেছেন পিঙ্কি।
তখন নাকি সময়টা অন্যরকম ছিল। তখন নাকি সম্পর্কের মানেটাও ছিল অন্য। তখন অর্থাৎ আজ থেকে প্রায় ৩০ বছর আগে। তখন বন্ধুত্ব ছিল সেলিব্রেশনে। এমনটাই মনে হচ্ছে হৃতিক রোশনের মা তথা রাকেশ রোশনের স্ত্রী পিঙ্কি রোশনের (Pinkie Roshan)। তখনকার হোলি ছিল বন্ধুদের সঙ্গে আনন্দ করার, সেলিব্রেশনের। আর সেই বন্ধুদের মধ্যে অন্যতম ছিলে নীতু কাপুর (Neetu Kapoor) এবং ঋষি কাপুর। সোশ্যাল মিডিয়ায় সেই পুরনো হোলির ছবি শেয়ার করেছেন পিঙ্কি।
করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি গোটা বিশ্ব। এমনটাই মনে করছেন চিকিৎসকদের একটা বড় অংশ। সে কারণেই সব মহলে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তা দিচ্ছেন তাঁরা। মহারাষ্ট্রের অবস্থাও বেশ খারাপ। সে কারণেই এই বছর সেলেবদের মধ্যে হোলি সেলিব্রেশন সীমিত। তাই পুরনো ছবিই শেয়ার করেছেন পিঙ্কি। মনে পড়ছে তাঁর পুরনো বন্ধুকে।
আরও পড়ুন, একে অপরকে সহ্য করতে পারতেন না, এখন কপিল এবং কৃষ্ণার সম্পর্ক কেমন?
নীতুর সঙ্গে নিজের হোলির একটি ছবি শেয়ার করে পিঙ্কি লিখেছেন, ‘হ্যাপি হোলি। আমার স্মৃতির অ্যালবাম থেকে। আমার মনে হচ্ছে, এটা অন্তত ৩০ বছর আগে চিন্টু, নীতুর বাড়ির হোলি। ভাইয়া তোমাকে মিস করি। নীতু তোমাকে ভালবাসি…।’
পিঙ্কিকে আদর করে ‘পিঙ্কস্’ বলে ডাকেন নীতু। এই ছবির ক্যাপশনে সেই সম্বোধন করে ভালবাসা জানিয়েছেন নীতুও। শুধু পিঙ্কি নন, হোলির দিনে ঋষিকে মিস করছেন গোটা কাপুর পরিবার। তাঁর মতো রঙিন মানুষকে সত্যিই আজ যেন বেশি করে মনে পড়ছে তাঁদের।