দেব-শুভশ্রীর ঘটনা দেখে ভাবছি, আমি-তথাগত ছবি করলে কী হবে, বললেন দেবলীনা

১৭ অগস্ট অভিনেত্রী দেবলীনা দত্ত আর তথাগত মুখোপাধ্যায় একসঙ্গে প্রতিবাদ মিছিলে অংশ নেবেন। সম্প্রতি দিল্লিতে কুকুরের কামড়ে জলাতঙ্ক (RABIES) আতঙ্ক ছড়ায়। কুকুরের কামড়ে আহতও হন বেশ কয়েকজন, আহতদের মধ্যে শিশু ও প্রবীণ নাগরিক বেশি। সুপ্রিম কোর্টে বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন এই মামলা শোনেন এবং সমস্ত পথকুকুরদের দিল্লি-এনসিআর এলাকার আবাসিক অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যদি কোনও সংগঠন বা প্রতিষ্ঠান বাধা দেয়, তা হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেই নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

দেব-শুভশ্রীর ঘটনা দেখে ভাবছি, আমি-তথাগত ছবি করলে কী হবে, বললেন দেবলীনা

| Edited By: Bhaswati Ghosh

Aug 17, 2025 | 3:01 PM

১৭ অগস্ট অভিনেত্রী দেবলীনা দত্ত আর তথাগত মুখোপাধ্যায় একসঙ্গে প্রতিবাদ মিছিলে অংশ নেবেন। সম্প্রতি দিল্লিতে কুকুরের কামড়ে জলাতঙ্ক (RABIES) আতঙ্ক ছড়ায়। কুকুরের কামড়ে আহতও হন বেশ কয়েকজন, আহতদের মধ্যে শিশু ও প্রবীণ নাগরিক বেশি। সুপ্রিম কোর্টে বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবন এই মামলা শোনেন এবং সমস্ত পথকুকুরদের দিল্লি-এনসিআর এলাকার আবাসিক অঞ্চল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যদি কোনও সংগঠন বা প্রতিষ্ঠান বাধা দেয়, তা হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত। জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেই নির্দেশে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

TV9 বাংলার তরফে দেবলীনার জন্য প্রশ্ন ছিল, তথাগতর সঙ্গে আপনার বিবাহ বিচ্ছেদ হয়েছে। সম্পর্কে তিক্ততা ছিল। সেটা সরিয়ে রেখে একসঙ্গেই পথে নামছেন কেন? দেবলীনা বললেন, ”পোষ্যরা আমার আর তথাগতর প্রয়োরিটি। আমরা কো-পেরেন্টিং করি। আপনি কোন জায়গাটা থেকে প্রশ্ন করছেন জানি। আমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে এসে লিখেছেন, ‘আপনি নিজেকে এমনভাবে প্রস্তুত করুন, যাতে তথাগতর বিরুদ্ধে প্রতিশোধ নিয়ে পারেন?’ তাঁদের আমি বলি, তথাগতর সঙ্গে আমার এমন কিছু হয়নি, যাতে প্রতিশোধ নিতে হবে। যাঁরা তিক্ততা, হিংসা মাথার মধ্যে পুষে রাখেন, তাঁরাই কষ্ট পান। হ্যাঁ, তথাগতর আগেও, যাঁর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছিল, তাঁর মুখদর্শন করতে চাই না। তা বলে প্রতিশোধ নিয়ে চাই এমনও নয়। কিন্তু তথাগতর সম্পর্কে আমার এমন ভাবনা নেই। তিক্ততা কাটিয়ে উঠে এগিয়ে যাওয়াই জীবন, কারণ আমরা একসঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছি।”

এই মিছিলে আপনার প্রিয় বন্ধু সৌম্য মুখোপাধ্যায় যেমন থাকবেন, তেমনই তথাগতর সঙ্গে আলোকবর্ষা বসু থাকতে পারেন। চারজনে একই মিছিলে হাঁটবেন। সেখানে সম্পর্কের সমীকরণকে কীভাবে দেখবেন? ”চারজন এক জায়গায় এলে সম্পর্কের সমীকরণ নিয়ে যে ভাবতে হবে, সেটাই মাথায় আসেনি। মাথায় আসার কথা নয়। যাঁদের এটা মাথায় আসে বা যাঁরা তথাগতর বিরুদ্ধে আমাকে প্রতিশোধ নিতে বলেন, তাঁদের মানসিক চিকিত্‍সার দরকার বলে মনে করি। আলোকবর্ষার সঙ্গে আমার শুধু আলাপ আছে। পরিচায় নেই। তবে তথাগত, সৌম্য আর আমি যে এই সমীকরণ নিয়ে ভাবি না, তা নিশ্চিত করে বলতে পারি। সৌম্য আমাদের বন্ধু ছিল। আমার আর তথাগতর পার্টিতেও এসেছে। আমার বিচ্ছেদের পরও নাটক দেখে আমার তিনজন একই গাড়িতে বাড়ি ফিরেছি”, উত্তর দেবলীনার।

আপনি আর তথাগত একই মঞ্চে আসছেন একটা প্রতিবাদ গড়ে তুলতে। সম্প্রতি দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় তিক্ততা ভুলেই একটা ছবির প্রচারে অংশ নিলেন। কী বলবেন? ”দেব-শুভশ্রী দু’ জনেই পেশাদার-কৃতী নায়ক-নায়িকা। ওঁরা চুক্তি মেনেই কাজ করেছেন। তাতে যাঁরা ট্রোলিং করলেন আর ওঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা নোংরামি করলেন, তাঁরা অসুস্থ। ভাবছি, আমি আর তথাগত দেব-শুভশ্রীর মতো একসঙ্গে ছবি করলে কী হতে পারে? মানুষ কীভাবে আক্রমণ করতে পারেন! ওঁদের পরিবারের মানুষ যেমন রাজ চক্রবর্তী-রুক্মিণী মৈত্রকে টেনে আনা অত্যন্ত নোংরামি। আমাকে আর তথাগতকেও অনেক নেগেটিভিটির মুখে পড়তে হতে পারে আজকের পর। তবে তাতে দমে যাওয়ার কোনও প্রশ্নই নেই।”