সাত বছরের মেয়ের আত্মহত্যা, সওয়াল করলেন দেবলীনা দত্ত মুখোপাধ্যায়

রণজিৎ দে |

Mar 30, 2021 | 5:08 PM

খুদে মেয়ের আত্মহত্যার জন্য দায়ী কে? আদালতে সওয়াল-জবাব করলেন দেবলীনা দত্ত মুখোপাধ্যায়।

সাত বছরের মেয়ের আত্মহত্যা, সওয়াল করলেন দেবলীনা দত্ত মুখোপাধ্যায়
দেবলীনা দত্ত মুখোপাধ্যায়

Follow Us

সাত বছরের খুদে মেয়ে। জীবন শুরুর আগেই জীবন বিসর্জন দিল। আর বেঁচে থাকতে চাইল না। ছাদ থেকে ঝাঁপ দিল। আত্মহত্যা করল একরত্তি মেয়ে। কিন্তু জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মাল কেন এই খুদে মেয়ের? মৃত্যুতেই সে মুক্তি খুঁজে নিল কেন? এই নিয়েই পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি ‘কিশলয়’।

‘কিশলয়’ কোর্টরুম ড্রামা। আদালতই এই ছবির ঘর-বাড়ি। এই খুদে মেয়ের আত্মহত্যার জন্য দায়ী কে? দায়ী তার মা-বাবার উচ্চাশা। ঝগড়া। মা-বাবার আকাশ-ছোঁয়া চাহিদায় তাল কেটে যায় খুদে মেয়ের জীবন-ছন্দ। জীবন থেকে পালিয়ে যেতে চায় সে। এই খুদে মেয়ের হয়েই আদালতে সওয়াল-জবাব করলেন দেবলীনা দত্ত মুখোপাধ্যায়। এই ছবিতে তিনি একজন উকিলের ভূমিকায় অভিনয় করছেন। দেবলীনার সওয়াল-জবাব মা-বাবার উচ্চাশার বিরুদ্ধে। সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে। নিজের চরিত্র নিয়ে দেবলীনা বলেন, “এই ধরণের চরিত্রে অভিনয় করতে পেরে অনেক দিন পর খুব তৃপ্তি পেলাম। ছবিটা অত্যন্ত একটা জরুরী ছবি। মা-বাবাদের উচ্চাশা, তা নিয়ে নিজেদের মধ্যে অশান্তি কীভাবে বাচ্চাদের ওপর প্রভাব ফেলে তা নিয়েই এই ছবি। আমার মুখ দিয়ে বেশ কিছু জরুরী বক্তব্য তুলে ধরা হয়েছে। এক কথায় এই উকিলের চরিত্রটা করতে পেরে আমার খুব ভাল লেগেছে।” দেবলীনা জানিয়েছেন উকিলের চরিত্র করতে তাঁকে আলাদা করে কোনও প্রস্তুতি নিতে হয়নি। ‘শ্রীময়ী’ সিরিয়ালে উকিলের চরিত্রে অভিনয় করতে করতে তিনি এখন অভ্যস্ত।

ছবিতে মা-বাবার চরিত্রে অভিনয় করেছেন বিবেক ত্রিবেদী এবং সুদীপ্তা। মা-বাবর হয়ে যে উকিল সওয়াল-জবাব করেছেন সেই চরিত্রে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়। ছবির শুটিং প্রায় শেষ। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। এই বছরের মাঝামাঝি ছবিটি মুক্তি পেতে পারে।

আরও পড়ুন :পছন্দ বদলায়নি ‘ইন্ডাস্ট্রি’র, কার সঙ্গে মিলে যায় সেই রং?   

Next Article