AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাইলট স্বামীকে দামি অন্তর্বাস, বেল্ট, কিনে দিতেন দেবলীনা! জানেন একজন বিমান চালকের বেতন কত?

তবে এতসব বিতর্ক উঠলেও, প্রবাহ নন্দী কিন্তু এসব নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তার পরেই সোশাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, এয়ার ইন্ডিয়ার পাইলটের বেতন কত? প্রবাহ কি সত্য়িই স্ত্রীর থেকে দামি দামি উপহার নিতেন? প্রবাহ কত বেতন পেতেন কিংবা সত্যিই তিনি দামি উপহার নিয়েছেন কিনা, সে সব উত্তর পাওয়া সম্ভব হয়নি। তবে একজন এয়ার ইন্ডিয়ার পাইলটের বেতন সম্পর্কে ধারণা পাওয়া যেতেই পারে।

পাইলট স্বামীকে দামি অন্তর্বাস, বেল্ট, কিনে দিতেন দেবলীনা! জানেন একজন বিমান চালকের বেতন কত?
| Updated on: Jan 14, 2026 | 5:27 PM
Share

ইদানিং সোশাল মিডিয়ার হট টপিক গায়িকা দেবলীনা নন্দী ও তাঁর পাইলট স্বামী প্রবাহ নন্দী। দেবলীনার অভিযোগ, স্বামী প্রবাহ, তাঁকে সংসার ও মায়ের মধ্যে বেছে নিতে বলেছিলেন একজনকে। এমনকী, প্রবাহ তাঁর গানের পেশাকেও বাঁকা চোখে দেখতেন বলে অভিযোগ দেবলীনার। অন্যদিকে, যখন ৭৮ টা ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দেবলীনা, তখন তাঁর দিদি ফেসবুক লাইভে এসে নানা অভিযোগের তীর ছুঁড়েছিলেন দেবলীনার স্বামী প্রবাহের দিকে। এমনকী, বলেছিলেন পাইলট স্বামীর সমস্ত খরচা নাকি চালাতেন গায়িকা দেবলীনা! শুধু তাই নয়, স্বামীর অন্তর্বাস থেকে শুরু করে ২৬ হাজার টাকার ব্র্যান্ডেড বেল্ট, দামি পারফিউম, স্বামীকে কিনে দিতেন দেবলীনাই! তবে এতসব বিতর্ক উঠলেও, প্রবাহ নন্দী কিন্তু এসব নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তার পরেই সোশাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, এয়ার ইন্ডিয়ার পাইলটের বেতন কত? প্রবাহ কি সত্য়িই স্ত্রীর থেকে দামি দামি উপহার নিতেন? প্রবাহ কত বেতন পেতেন কিংবা সত্যিই তিনি দামি উপহার নিয়েছেন কিনা, সে সব উত্তর পাওয়া সম্ভব হয়নি। তবে একজন এয়ার ইন্ডিয়ার পাইলটের বেতন সম্পর্কে ধারণা পাওয়া যেতেই পারে। যতদূর জানা গিয়েছে, প্রবাহ নন্দী এয়ার ইন্ডিয়ার একজন সিনিয়ার পাইলট। এয়ারবাস চালানোর অভিজ্ঞতাও রয়েছে প্রবাহ নন্দীর।

www.pilotcet.com – ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পাইলটদের জন্য আকর্ষণীয় বেতন এবং বিশ্বমানের সুযোগ-সুবিধা নিয়ে এসেছে এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা। প্রথমেই জেনে নেওয়া যাক, পাইলট হতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা দরকার।

পাইলট হওয়ার স্বপ্ন পূরণের প্রথম ধাপ শুরু হয় স্কুল জীবন থেকেই। এয়ার ইন্ডিয়ায় আবেদনের জন্য প্রধান শর্তগুলি হল- স্বীকৃত বোর্ড থেকে পদার্থবিজ্ঞান (Physics) এবং গণিতসহ (Mathematics) উচ্চমাধ্যমিক বা ১০+২ উত্তীর্ণ হতে হবে। অনেক ক্ষেত্রে ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিতে ন্যূনতম ৬০% নম্বর থাকা বাধ্যতামূলক।

লাইসেন্স: ডিজিসিএ (DGCA) অনুমোদিত বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স (CPL) থাকতে হবে। অভিজ্ঞ পদের জন্য এটিপিএল (ATPL) প্রয়োজন।

ডিজিএসিএ অনুমোদিত ‘ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট’ থাকা আবশ্যিক। এতে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি এবং হৃদযন্ত্রের কার্যকারিতা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। ক্যাডেট পাইলটদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ বছর। অভিজ্ঞ পাইলটদের জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত থাকে পদের ধরন অনুযায়ী।

বেতন কাঠামো– এয়ার ইন্ডিয়ার পাইলটদের বেতন ভারতের অন্যান্য বেসরকারি বিমান সংস্থার তুলনায় অনেকটাই আলাদা। অভিজ্ঞতা ও পদের নিরিখে বেতনের তারতম্য রয়েছে।

ট্রেইনি পাইলট/জুনিয়র ফার্স্ট অফিসার ৫০,০০০ – ১,৫০,০০০ ৬ লক্ষ – ১৮ লক্ষ টাকা

ফার্স্ট অফিসার (Co-Pilot) ২,৫০,০০০ – ৩,৫০,০০০ ৩০ লক্ষ – ৪০ লক্ষ টাকা

সিনিয়র ফার্স্ট অফিসার ৪,৫০,০০০ – ৬,৫০,০০০ ৫০ লক্ষ – ৮০ লক্ষ টাকা

ক্যাপ্টেন (Commander) ৭,০০,০০০ – ১০,০০,০০০ ৮৫ লক্ষ – ১.২ কোটি টাকা

সিনিয়র ক্যাপ্টেন/চেক পাইলট ১০,০০,০০০ – ১৫,০০,০০০+ ১.৫ কোটি – ২ কোটি টাকা

বেসিক বেতনের বাইরেও পাইলটরা একগুচ্ছ বিশেষ সুবিধা পান:

১. ফ্লাইং অ্যালাউন্স: প্রতি ঘণ্টা বিমান চালানোর জন্য নির্ধারিত অতিরিক্ত ভাতা। ২. লে-ওভার অ্যালাউন্স: আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ গন্তব্যে রাত্রিযাপনের জন্য দৈনিক খরচ (সাধারণত ডলারে বা ইউরোতে দেওয়া হয়)। ৩. ফ্রি টিকিট: পাইলট এবং তাঁর পরিবারের জন্য এয়ার ইন্ডিয়ার বিমানে বিনামূল্যে বা অত্যন্ত স্বল্প মূল্যে ভ্রমণের সুযোগ। ৪. বিমা ও আবাসন: পরিবারের জন্য ব্যাপক চিকিৎসা বিমা এবং কিছু ক্ষেত্রে আবাসন বা হাউস রেন্ট এলাউন্স (HRA)। ৫. বোনাস: বার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতে আকর্ষণীয় বোনাস প্রদানের ব্যবস্থা থাকে।

কাঠের দোকান থেকে পর পর দোকানে দ্রুত ছড়াচ্ছে আগুন
কাঠের দোকান থেকে পর পর দোকানে দ্রুত ছড়াচ্ছে আগুন
নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতি খতিয়ে দেখছেন সুকান্ত মজুমদার
নরেন্দ্র মোদীর সভার প্রস্তুতি খতিয়ে দেখছেন সুকান্ত মজুমদার
IPAC কাণ্ডের প্রতিবাদে নবান্নের কাছে ধর্নায় বসতে চায় শুভেন্দু-সুকান্ত
IPAC কাণ্ডের প্রতিবাদে নবান্নের কাছে ধর্নায় বসতে চায় শুভেন্দু-সুকান্ত
নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে ভোটার তালিকায় নাম নয়, স্পষ্ট করল কমিশন
নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে ভোটার তালিকায় নাম নয়, স্পষ্ট করল কমিশন
প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য, শুভেন্দুকে নোটিস
প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য, শুভেন্দুকে নোটিস
শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেল? কবে থেকে বিদায় নিচ্ছে?
শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেল? কবে থেকে বিদায় নিচ্ছে?
ফর্ম ৭ কাণ্ডে এবার কী বলছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য?
ফর্ম ৭ কাণ্ডে এবার কী বলছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য?
ভোটাধিকার কাড়ার চেষ্টা, বিজেপি-কমিশনকে তোপ মমতার
ভোটাধিকার কাড়ার চেষ্টা, বিজেপি-কমিশনকে তোপ মমতার
নাম বাদের তালিকা নিয়ে কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার
নাম বাদের তালিকা নিয়ে কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার
গণ-ইস্তফার হুঁশিয়ারি! কমিশনে ডেপুটেশন জমা ২৩৬টি বুথের BLO-র
গণ-ইস্তফার হুঁশিয়ারি! কমিশনে ডেপুটেশন জমা ২৩৬টি বুথের BLO-র