Lashkar Opens New Front: টার্গেট হিন্দুরা, শরিফের সঙ্গে ‘যোগাযোগ’! কাশ্মীর কেড়ে নেওয়ার হুঁশিয়ারি লস্করি-মুসার
Pakistan Terrorist Group Lashkar: বলে রাখা প্রয়োজন, বিশেষজ্ঞদের কাছে আবু মুসা মোটেই অপরিচিত মুখ নয়। একাংশের গোয়েন্দাদের মতে, গতবছর হওয়া পহেলগাঁও সন্ত্রাস হামলার পূর্বে পাক অধিকৃত কাশ্মীর থেকে এমনই একাধিক ভারতবিরোধী ভাষণ দিতে শোনা গিয়েছিল তাঁকে। তারপর পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হল একের পর এক পর্যটককে।

নয়াদিল্লি: পাক অধিকৃত জম্মু-কাশ্মীর থেকে ভারতবিরোধী স্লোগান তুলছেন লস্কর-জঙ্গিরা। ভরা সভা থেকেই টার্গেট করছে হিন্দুদের। ইতিমধ্যেই সমাজমাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। জানা গিয়েছে, বক্তৃতা দেওয়া ওই ব্যক্তির নাম আবু মুসা কাশ্মীরি। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য। সিনিয়র কমান্ডর এবং ভারতীয় জম্মু-কাশ্মীর-বিরোধী সশস্ত্র আন্দোলনের প্রধান।
এদিন আবু মুসাকে বলতে শোনা যায়, ‘স্বাধীনতা কখনও চেয়ে পাওয়া যায় না, এটাকে অর্জন করতে হয়। কীভাবে অর্জন করবেন? হিন্দুদের গলা কেটে!’ নিজের ভাষণেই আবু মুসা দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকেও নিজের এই ভাবনা-চিন্তার বিষয়ে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘কাশ্মীর নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরাময়ের পথ একটাই তা হল সন্ত্রাস! তাও আবারের জিহাদের ছত্রছায়ায়।’
বলে রাখা প্রয়োজন, বিশেষজ্ঞদের কাছে আবু মুসা মোটেই অপরিচিত মুখ নয়। একাংশের গোয়েন্দাদের মতে, গতবছর হওয়া পহেলগাঁও সন্ত্রাস হামলার পূর্বে পাক অধিকৃত কাশ্মীর থেকে এমনই একাধিক ভারতবিরোধী ভাষণ দিতে শোনা গিয়েছিল তাঁকে। তারপর পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা। ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করা হল একের পর এক পর্যটককে। বর্তমানে লস্কর-ই-তৈবার উচ্চ স্তরীয় কমিটির সদস্য এই আবু মুসা। যুক্ত রয়েছেন কাশ্মীর বিরোধী জোট বা লস্করদেরই জম্মু-কাশ্মীর ইউনাইটেড মুভমেন্টের সঙ্গেও।
📍 Location: Bahira village, Hajira tehsil, Poonch district (Pakistan-occupied Kashmir).
🚨🇵🇰 Abu Musa Kashmiri, senior Lashkar-e-Taiba (JKUM) commander, openly delivered a genocidal hate speech inciting mass violence against Hindus, stating that,
“freedom will not be achieved… pic.twitter.com/X52DQ64sEP
— Conflict News (@ConflictNews04) January 14, 2026
এই জম্মু-কাশ্মীর ইউনাইটেড মুভমেন্টের প্রধান আবু মুসা। পাক অধিকৃত কাশ্মীর থেকেই নিজেদের যাবতীয় অপারেশন চালায় তাঁরা। সুতরাং নয়াদিল্লির জন্য একটা উদ্বেগের জায়গা থেকেই যাচ্ছে। এমনকি সম্প্রতি জইশ-ই-মহম্মদ-এর প্রধান মাসুদ আজ়হারের ভাইরাল হওয়া অডিয়ো। তারপর মুসাদের মতো লস্কর কমান্ডরদের এমন ভারতবিরোধী আহ্বান। পাকিস্তানে অন্দরে যে নতুন করে কোনও সন্ত্রাসী পরিকল্পনা তৈরি হচ্ছে না, তা হলফ করে বলা কঠিন।
