
জীবনের মোড় বোধহয় এভাবেই ঘুরে যায়। কখন যে কী ঘটবে, তা আন্দাজও করা যায় না। ভাগ্যবিধাতা ললাটে যা লিখেছে তা তো ঘটবেই। এই যেমন সোশাল মিডিয়ায় স্পষ্ট হওয়া সুখের সংসারে, কয়েকদিন আগেই দাম্পত্যের টানাপোড়েনের রূপ নয়। নিজের মা ও স্বামীর মধ্যে একজনকে বাছতে গিয়ে, ৭৮ টা ঘুমের ওষুধ খেয়ে নিজেকেই শেষ করতে চেয়েছিলেন সোশাল মিডিয়ার সেনসেশন দেবলীনা নন্দী। ঈশ্বরের আশীর্বাদে এখন তিনি সুস্থ। সব টানাপোড়েনকে দূরে সরিয়ে রেখে মঞ্চে চুটিয়ে পারফর্মও করছেন। আর এবার দেখুন দেবলীনার ঝুলিতে এসে পড়ল বিশাল সুযোগ। যা কিনা তাঁর কেরিয়ারকে নতুন রুটে নিয়ে যেতে চলেছে! ব্যাপারটা কী? খোলসা করা যাক।
বহুদিন ধরেই টলিপাড়া সরগম বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক নিয়ে। খবর ছিল আগেই যে প্রযোজক রানা সরকার মহুয়া রায় চৌধুরীর জীবন নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন। এবং আগেই প্রকাশ্যে এসেছিল পর্দায় মহুয়া হয়ে ধরা দেবেন জনপ্রিয় টেলি ধারাবাহিক জগদ্ধাত্রীর অঙ্কিতা মল্লিক। যার নাম ‘গুন গুন করে মহুয়া’। ছবির পরিচালক রাজদীপ ঘোষ। আর এবার সেই সিনেমাতেই বড় চমক দেবলীনা নন্দী!
হ্য়াঁ, এই মুহূর্তে সোশাল মিডিয়া যাকে নিয়ে সবচেয়ে বেশি সরগরম। সেই দেবলীনা নন্দীই এবার এন্ট্রি নিলেন মহুয়ার বায়োপিকে। এই ছবি দিয়ে প্লেব্যাকের দুনিয়ায় পা দিচ্ছেন দেবলীনা নন্দী। শনিবার প্রযোজকের অফিসে গিয়ে ছবি ও গান নিয়ে সমস্ত কথাবার্তা সেরে ফেললেন দেবলীনা। মহুয়া রায়চৌধুরী অভিনীত সব হিট ছবির গানই এবার শোনা যাবে দেবলীনার কণ্ঠে।
কঠিন সময়ের মধ্যে এতবড় সুযোগ দেবলীনার ঝুলিতে। কী বলছেন গায়িকা? Tv9বাংলাকে দেবলীনা বললেন, ”দারুণ খুশি। খুবই ভাল লাগছে। তবে একটু নার্ভাসও। কারণ গান গুলো রেকডিং ভাল করে রেকর্ডিং করতে হবে, এটা একটা খুবই বড় দায়িত্ব। ” জীবনে এই মুহূর্তে চলা কঠিন সময় নিয়ে বলতে গিয়ে দেবলীনা জানান, ”খারাপ সময় এখনও চলছে। খারাপ সময়ের মধ্যে এই একটাই ভাল কিছু ঘটল। কেননা, সব শিল্পীরই একটা স্বপ্ন থাকে ছবিতে প্লেব্যাক করার। এতটা খারাপ সময়ের মধ্যে, এই সুযোগটা পেয়ে সত্য়ি ভাল লাগছে। ”
প্রযোজক রানা সরকার জানান, ”মহুয়া রায়চৌধুরীর জীপনের ট্র্যাজেডির কথা আমরা জানি। দেবলীনার লড়াইও আমার দেখছি। সেই সময়ে দাঁড়িয়ে মনে হয়েছে, ওকে গান গাওয়ার প্রস্তাব দিলে ভালো হয়। আশা করি দেবলীনার গাওয়া গান সকলের ভাল লাগবে।”