
৭৮টা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করার পর থেকেই চর্চায় দেবলীনা নন্দী। কারও দাবি দেবলীনা নাটক করেছেন, কেউ আবার বলছেন, মানসিক নির্যাতনের শিকার হয়েই দেবলীনা এমন করেছিলেন। দেবলীনা নিজেই বলেছেন, তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে জীবন নতুনভাবে শুরু করেছেন।
এত দিন মূলত স্টেজ শোয়ে দেখা যেত দেবলীনাকে। এবার শহরের বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ পেতে শুরু করেছেন দেবলীনা। সম্প্রতি সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্র-র একটা অনুষ্ঠান ছিল। অরিজিত্ চক্রবর্তীর উদ্যোগে হয়েছে এই অনুষ্ঠান। তিনি নামী ইউটিউবার। সঙ্গীতের সঙ্গেও তাঁর যোগ পুরোনো। এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন দেব। আবার একই দিনে পৌঁছে যান প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। নজরুল মঞ্চে হয়েছে এই অনুষ্ঠান। তবে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দেবলীনা নন্দী তাঁর মাকে নিয়ে পৌঁছেছেন এই অনুষ্ঠানে।
সম্প্রতি খবর এসেছিল দেবলীনা নন্দী বাংলা ছবিতে প্লেব্যাক করছেন। এবার নামী তারকাদের মাঝে দেখা যাচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়াতে অবশ্য সমালোচনার মুখে পড়েছেন দেবলীনা। একজন লিখেছেন, ”মানসিক ট্রমা কাটাতে অনেকের বেশি সময় লাগে। দেবলীনা এত সহজে সেই ট্রমা কাটিয়ে উঠেছেন, দেখে খুব ভালো লাগছে। তবে দেবলীনার এই জনপ্রিয়তা সাময়িক হতে পারে। ওঁকে নিয়ে যাঁরা মেতে উঠছেন, তাঁরা মাত্রা ছাড়িয়ে না গেলে ভালো হয়।”
দেবলীনা অবশ্য TV9 বাংলাকে জানিয়েছেন, তিনি এখনও খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন। এর মধ্যে একমাত্র ভালো ব্যাপার হলো, তিনি বাংলা ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছেন।