
১ অগাস্ট সন্ধ্যায় মুক্তি পেল ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা। যেখানে সেরা বাংলা ছবির শিরোপা ছিনিয়ে নিল ‘ডিপ ফ্রিজ’। পরিচালক অর্জুন দত্ত। ছবিতে অভিনয় করেছেন, আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, আর্য দাশগুপ্ত অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখো।
চিত্রনাট্যে দেখা যায় এক অন্যস্বাদের সম্পর্কের গল্প। পাঁচ বছর ধরে বিবাহবিচ্ছেদের মধ্যে থাকা স্বর্ণা এবং মিলি, রাতভর এক অজানা চিন্তাভাবনা করে কাটান। যে আবেগ ইমোশনকে ‘আইস কিউব’, ‘মেল্টিং পয়েন্ট’ এবং ‘ডিফ্রস্টে’ বিভক্ত করা হয়েছে। এই গল্প তাঁদের লুকিয়ে থাকা যন্ত্রণার কথা বলে। “ডিপ ফ্রিজ” তাদের চাপা অনুভূতি এবং প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়াইয়ের কথা বলে। গল্প লিখেছেন, আত্মদীপ ভট্টাচার্য, অর্জুন দত্ত, আশীর্বাদ মৈত্র।