অচেনা শাহরুখ, ব্যক্তি হিসেবে তিনি কেমন, খোলসা করলেন দীপিকা

২০১৬ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ছবি ‘ফ্যান’। ওই ছবিতে শাহরুখের ‘ফ্যান’ চরিত্রটির মায়ের ভূমিকাতে অভিনয় করেছিলেন দীপিকা। তাঁরা দু’জন সমবয়সী। সমবয়সী অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করতে অস্বস্তি হয়নি তাঁর?

অচেনা শাহরুখ, ব্যক্তি হিসেবে তিনি কেমন, খোলসা করলেন দীপিকা

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 29, 2025 | 7:25 PM

তিনি নিজে স্টারকিড ছিলেন না। ‘বেতাজ বাদশা’ খেতাব পেতেও করতে হয়েছে লাগাতার পরিশ্রম। তিনি অর্থাৎ শাহরুখ খান। এ হেন শাহরুখ খানকেই নিয়ে অজানা সত্যি ফাঁস করলেন তাঁরই প্রাক্তন সহকর্মী। থিয়েটার করতে শাহরুখ, এ কথা অনেকেই জানেন। ব্যারি জোনসের গ্রুপে কাজ করতেন নিয়মিত। ওই সময়েই সেই গ্রুপে শাহরুখের সহকর্মী ছিলেন অভিনেত্রী দীপিকা দেশপান্ডে। তিনিই সেই সময় শাহরুখ কেমন ছিলেন, তা জানিয়েছেন এক সাক্ষাৎকারে।

স্টারকিড না হলেও পারিবারিক অবস্থা খুব একটা খারাপ ছিল না কিং খানের। তাঁর এক সাধারণ চারচাকা ছিল। তা হল মারুতি… দীপিকার কথায়, “শাহরুখ আর ঋতুরাজ — এই দুই জনের কাছে গাড়ি ছিল। থিয়েটার শেষ হতে হতে প্রায়শই রাত হয়ে যেত। আর রাত হলেই মেয়েদের বাড়ি ছাড়তে যেতেন শাহরুখ। মনে হত যেন কোনও মালবাহী গাড়ি। সবাইকে একসঙ্গে উঠিয়ে নিয়ে ছাড়তে ছাড়তে যেত ও। সবাই সবাইকে সাহায্য করত সে সময়। একসঙ্গে সবাই মিলে থিয়েটার পোশাকও কিনতে যেতাম।”

আর মানুষ হিসেবে কেমন ছিলেন শাহরুখ? সেই প্রশ্নেরও জবাব দিয়েছিলেন দীপিকা। তাঁর কথায়, “যে পরিমাণ উৎসাহ ওর সে সময় ছিল, এখনও তাই-ই রয়েছে। সবার পাশে দাঁড়াত। রাত হয়ে গেলে কেউ না থাকলেও শাহরুখ ঠিক থাকতেন। পৌঁছে দিতেন।”

২০১৬ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ছবি ‘ফ্যান’। ওই ছবিতে শাহরুখের ‘ফ্যান’ চরিত্রটির মায়ের ভূমিকাতে অভিনয় করেছিলেন দীপিকা। তাঁরা দু’জন সমবয়সী। সমবয়সী অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করতে অস্বস্তি হয়নি তাঁর? দীপিকার কথায়, “প্রথম দিকে একটু কুণ্ঠাবোধ কাজ করেছে। যদিও আমায় পরিচালক জানিয়েছিলেন শাহরুখকে ছবিতে অনেক ছোট দেখানো হবে। প্রস্থেটিক আর স্পেশ্যাল এফেক্টের ব্যবহারে বয়স কমিয়ে ফেলা হবে তাঁর।” হয়েছিলও তেমনটা। যদিও বক্স অফিসে ছবিটি আঁচড় কাটতে পারেনি সেভাবে।