
দীপিকা পাড়ুকোন সদ্য দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ছেড়ে দিয়েছেন। এখন বলিউডে চর্চা, ছবিতে সাহসী, অ্যাডাল্ট দৃশ্য ছিল। পরিচালক যখন নায়িকাকে ছবির ব্যাপারে বিস্তারিত বলেন, তখনই সেটার উল্লেখ ছিল। তারপর নাকি পরিচালক আর নায়িকা বসে ঠিক করেন, কীভাবে সেটা করা হবে, কোন-কোন শট রাখা হবে না আর কোন-কোন শট রাখা হবে।
এই ছবির শুটিংয়ের সময়ে পরিবেশ এমন রাখা হবে যাতে দীপিকার কোনও অসুবিধা হবে না, সেটা কমিট করা হয়েছিল। এমন বোল্ড সিন শুট করা হবে ইন্টিমেসি কো-অর্ডিনেটরের উপস্থিতিতে সেটাও নিশ্চিত ছিল। বলিউডের সঙ্গে যুক্ত কিছু মানুষের দাবি, মা হওয়ার পর এমন দৃশ্য করার বিষয়টা নিয়েও নাকি সংশয়ে ছিলেন দীপিকা।
তবে সিনেপাড়ার অন্দরমহলে এসব খবর রটছে কীভাবে? কীভাবেই বা ফাঁস হচ্ছে কেমন দৃশ্য ছিল, তা নিয়ে কী কী কথা হয়েছে? এবার প্রশ্ন তুললেন খোদ ছবির পরিচালক। দীপিকাকে নাম না করেই এবার সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন সন্দীপ। ছবি থেকে সরে দাঁড়ানো নায়ক-নায়িকাদের জন্যে নতুন নয়। তবে ছবির গল্প ফাঁস হওয়ার সঙ্গে কোনও পেশাদারিত্ব যুক্ত থাকতে পারে না। বরং তা নিম্নরুচির পরিচয়, এমন PR-এর তীব্র নিন্দা করলেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সেই পোস্ট ভাইরাল। যদিও পরিচালক কোথাও নায়িকার নাম উল্লেখ করেননি।
প্রসঙ্গত, দীপিকার জায়গায় তৃপ্তি দিমরি এই চরিত্র করছেন অত্যন্ত উত্সাহের সঙ্গে। লক্ষণীয় তৃপ্তিকে ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা গিয়েছিল রণবীর কাপুরের সঙ্গে। রণবীরের সঙ্গে তাঁর যেসব ঘনিষ্ঠ দৃশ্য ছিল, তাতে ঝড় উঠেছিল বড়পর্দায়। তৃপ্তি প্রভাসের নায়িকা হচ্ছেন বলে বলিউডে প্রথম সারির নায়িকা হওয়ার দৌড়ে যে অনেকটা এগিয়ে গেলেন, সেটাও বুঝতে অসুবিধা হয় না।
শুধু বোল্ড সিনে অভিনয় নয়, আরও অনেক কারণেই সন্দীপ-দীপিকার দূরত্ব। দীপিকা এখন দিনে আট ঘণ্টার বেশি কাজ করতে চান না। তারপর যে পারিশ্রমিক তিনি দাবি করেছেন, তার সঙ্গেও একমত হতে পারেনি প্রযোজক-পরিচালক।