ভাঙ্গার ছবি থেকে বাদ! এবার অ্যাটলির ছবিতে দীপিকা, নায়ক কে?

বলিউডে বেশ কিছুদিন ধরে দীপিকা পাড়ুকোনকে নিয়ে নানা রকম চর্চা হয়েছে। সমস্যার সূত্রপাত সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি ঘিরে। মা হওয়ার পর দীপিকা নাকি দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, সে কথা বলে দিয়েছিলেন। তারপর বিরাট অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন দীপিকা। প্রথমে সন্দীপ এসবে রাজি থাকলেও, দু' পক্ষের শর্ত শেষ অবধি মেলে না। নায়ক প্রভাসের ছবি থেকে দীপিকাকে বাদ দিয়ে দেন পরিচালক ভাঙ্গা। তাঁর জায়গায় আনেন তৃপ্তি দিমরিকে।

ভাঙ্গার ছবি থেকে বাদ! এবার অ্যাটলির ছবিতে দীপিকা, নায়ক কে?

| Edited By: Bhaswati Ghosh

Jun 07, 2025 | 12:58 PM

বলিউডে বেশ কিছুদিন ধরে দীপিকা পাড়ুকোনকে নিয়ে নানা রকম চর্চা হয়েছে। সমস্যার সূত্রপাত সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি ঘিরে। মা হওয়ার পর দীপিকা নাকি দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, সে কথা বলে দিয়েছিলেন। তারপর বিরাট অঙ্কের পারিশ্রমিক চেয়েছিলেন দীপিকা। প্রথমে সন্দীপ এসবে রাজি থাকলেও, দু’ পক্ষের শর্ত শেষ অবধি মেলে না। নায়ক প্রভাসের ছবি থেকে দীপিকাকে বাদ দিয়ে দেন পরিচালক ভাঙ্গা। তাঁর জায়গায় আনেন তৃপ্তি দিমরিকে।

বিতর্ক এতেই থামে না। দীপিকা পিআর টিমকে বলে ভাঙ্গার ছবির গল্প ফাঁস করে দিয়েছেন সর্বত্র, এমনটা নাম না করে বলার চেষ্টা করেছেন সন্দীপ। ৭ জুন যেন সব কিছুর জবাব দিলেন নায়িকা দীপিকা পাড়ুকোন। ভাঙ্গার জন্য কোনও রকম বিবৃতি ছিল না তাঁর তরফে। বরং পরিচালক অ্যাটলির সঙ্গে নতুন ছবির ঘোষণা করে দিলেন নায়িকা।

‘জওয়ান’-এ দীপিকা আর অ্যাটলি একসঙ্গে কাজ করেছেন। অ্যাটলির পরবর্তী ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। সেই ছবির নায়ক যে আল্লু অর্জুন। ‘পুষ্পা’-র নায়ক অ্যাটলির পরিচালনায় যে বক্স অফিসে ঝড় তুলবেন, তা নিয়ে কোনও সংশয় নেই। সেখানে দীপিকার উপস্থিতি এই ছবি নিয়ে চর্চা বাড়িয়ে দিল অনেকটা।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি আর অ্যাটলির ছবি কোনটা কখন মুক্তি পাবে, তা ঘোষণা করা হয়নি। তবে একই বছরে মুক্তি পেলে, কোন ছবিটার ব্যবসা বেশি হয়, সেদিকে নজর থাকবে। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিটাও করছেন দীপিকা। শাহরুখ খান আর আল্লু অর্জুনের সঙ্গে কাজ করে তিনি যে সামনের দুই বছরে অন্যতম সেরা হয়ে থাকবেন, তা আঁচ করা যায়।