দেব দর্শন করেই পায়ে লুটিয়ে পড়লেন ভক্ত, তরুণীকে শান্ত করতে নায়ক যা করলেন…
Dev: সারা শহর, সারা বাংলা জুড়ে 'খাদান'-এর প্রচার চালাচ্ছেন অভিনেতা দেব। বাস ভাড়া করে গোটা টিম নিয়ে বেরিয়ে পড়েছেন নায়ক। প্রচার পর্ব তুঙ্গে। আর নায়ককে এক ঝলক দেখার অপেক্ষায় সবাই। নায়ককে এক বার ছুঁতে পারলেই জীবন যেন সফল। কিছু দিন আগেই এমন এক ঘটনা দেখেছে অনুরাগীরা।
সারা শহর, সারা বাংলা জুড়ে ‘খাদান’-এর প্রচার চালাচ্ছেন অভিনেতা দেব। বাস ভাড়া করে গোটা টিম নিয়ে বেরিয়ে পড়েছেন নায়ক। প্রচার পর্ব তুঙ্গে। আর নায়ককে এক ঝলক দেখার অপেক্ষায় সবাই। নায়ককে এক বার ছুঁতে পারলেই জীবন যেন সফল। কিছু দিন আগেই এমন এক ঘটনা দেখেছে অনুরাগীরা। যেখানে নায়ককে দেখে রীতিমতো কান্নায় ভাসিয়েছিলেন এক তরুণী। আবারও একই ঘটনা। সম্প্রতি হাওড়ায় ছবির প্রচারে গিয়েছিলেন নায়ক।
দেবের বাসে উঠে পায়ে লুটিয়ে পড়লেন এক তরুণী। সেই ভিডিয়ো প্রকাশ্য়ে আসার পর নিমেষে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে হাওড়ায় প্রচার সেরে বাসে উঠছিলেন নায়ক। উপচে পড়ছিল ভিড়। তার মাঝেই হাপুস নয়নে কেঁদে ভাসালেন এক তরুণী। নায়ককে কাছে পেয়েই ছোঁয়ার চেষ্টা করছিলেন। কিন্তু নিরাপত্তারক্ষী কড়া ঘেরাটোপের মধ্যে দেবের কাছে পৌঁছনো হয়ে উঠেছিল বড়ই মুশকিল।
View this post on Instagram
তবে নায়কের ব্যবহার সেখানেই সবার মন ছুঁয়ে নিয়েছে। যেখানে ভিডিয়োয় দেখা গিয়েছে নায়ক নিজেই প্রায় সিঁড়ি অবধি নেমে এসে হাত বাড়িয়ে দিলেন সেই তরুণীর দিকে। নায়কের হাত ধরে বাসে উঠতেই দেবের পায়ে লুটিয়ে পড়লেন তিনি। তাঁর কান্না দেখে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন অভিনেতা। ভক্তকে শান্ত করতে নিজে থেকে জল বাড়িয়ে দিলেন। অনেকেই নায়কের প্রশংসা করেছেন। উল্লেখ্য, বহু দিন পরে দেবের সঙ্গে দেখা যাবে অভিনেতা যিশু সেনগুপ্ত। এই ছবির মাধ্যমে প্রথম বার ইধিকা পালকে দেখা যাবে বড় পর্দায়। ২০ ডিসেম্বর মুক্তি পাবে ‘খাদান’।