
‘মেরা হ্যাপি বার্থডে’ গানের সঙ্গে ব্ল্যাক ড্রেসে নাচলেন নায়িকা রুক্মিণী মৈত্র। নায়িকা একপাশে ছিলেন তাঁর মা। অন্য পাশে ছিলেন সুপারস্টার দেব। বেশ কিছু বছর ধরে বিশেষ বন্ধু দেবকে পাশে নিয়েই জন্মদিন সেলিব্রেট করছেন রুক্মিণী। এবারও তার ব্যতিক্রম হলো না। দেবকে এদিন দেখা গেল ডেনিম আর টি-শার্টে। প্রতি বছর বড়দিনে দেবের জন্মদিনও দারুণভাবে সেলিব্রেট করেন রুক্মিণী। শহরের এক শপিং মলের সামনে বিজ্ঞাপন প্রদর্শনের যে জায়গা, সেখানেই বছরের এই দিনটায় দেবকে জন্মদিনের শুভেচ্ছা জানানো বার্তা ভেসে ওঠে রুক্মিণীর তরফে। একইভাবে দেব প্রতি বছর রুক্মিণীর জন্মদিনে বিশেষ পার্টির আয়োজন করেন। বাংলা ছবির দুনিয়ার যেসব মানুষদের তাঁরা পরিবারের সদস্য বলে মনে করেন, তাঁদের ডেকে নেন সেই পার্টিতে।
লক্ষণীয় এই বছরের গোড়ায় রুক্মিণী অভিনীত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবিটা মুক্তি পেয়েছে। শুধু বাংলা ছবিতেই কাজ করছেন রুক্মিণী এমন নয়। হিন্দি ছবিতে এর আগে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সামনে মুম্বই শহরে আরও বেশি কাজ করতে চান নায়িকা, তেমন খবর। সেই ব্যাপারে দেব তাঁকে উৎসাহ জোগাচ্ছেন।
টলিপাড়ায় অবশ্য অকারণে দেবের সঙ্গে রুক্মিণীর বিচ্ছেদ জল্পনার কথা ঘুরছিল। কিন্তু দেবের প্রযোজনা সংস্থার আট বছর সম্পূর্ণ হওয়ার দিনে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা জানিয়েছেন রুক্মিণী। আবার রুক্মিণীর জন্মদিনেও দেবের উচ্ছ্বাস বিচ্ছেদ জল্পনায় জল ঢালার পক্ষে যথেষ্ট।
কাজের ক্ষেত্রে রুক্মিণী শেষ করেছেন ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির শুটিং। দেব পুরোদমে ‘ধূমকেতু’ ছবির প্রচার শুরু করে দিয়েছেন। দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির ছবিটি মুক্তি পাবে ১৪ অগাস্ট। বক্স অফিসে ঝড় তুলবে ছবিটা, তেমনই প্রত্যাশা।