Byomkesh Dev: আর রাখঢাক নয়, এবার শুটিং সেট থেকেই ছবি শেয়ার করলেন ব্যোমকেশ দেব

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 09, 2023 | 4:12 PM

Viral Post: এই ছবিতেই আবারও ফিরছে দেব ও রুক্মিনী মৈত্রর জুটি। পর্দায় তিনি সত্যবতী। পরিচালনায় বিরসা দাশগুপ্ত। ছবিতে থাকা অন্যান্য চরিত্রে নাম ইতিমধ্যেই সামনে এসেছে।

Byomkesh Dev: আর রাখঢাক নয়, এবার শুটিং সেট থেকেই ছবি শেয়ার করলেন ব্যোমকেশ দেব

Follow Us

সাহিত্য নির্ভর গোয়েন্দা সর্বদাই ভক্তদের ভিষণ পছন্দের। সে ফেলুদাই হোক কিংবা ব্যোমকেশ, পর্দায় তারা প্রাণ পেয়ে বারবার বক্স অফিসে ঝড় তুলেছে। পুজো কিংবা শীতের ছুটি, গরমের ছুটি, মুক্তি প্রাপ্ত সিনেমার তালিকায় একটা ব্যোমকেশ কিংবা ফেলুদা হলে মন্দ হয় না। তবে, না কৌতুহল কেবল গল্প জুড়েই নয়, দীর্ঘদিনে ট্যাবু ভেঙে এখন নিত্য নতুন মুখ কখনও ফেলুদা, কখনও আবার ব্যোমকেশ। এবার নজরে টলিউড স্টার দেব। এই প্রথম গোয়েন্দা গল্পে দেখা যাবে তাঁকে। তাও আবার ব্যোমকেশের লুকে। বছরের শুরু থেকেই দেবের এই লুক নিয়ে উত্তেজনার পারদ ছিল ভক্তমনে তুঙ্গে। সামনে এসেছিল ছবির পোস্টারও।

পয়লা বৈশাখে শেয়ার হয় ছবির প্রথম লুক। ব্যোমকেশ লুককে দেবকে কেমন লাগবে জানার আগ্রহ ছিল সকলেরই তুঙ্গে। সেই কৌকুহল মিটিয়ে ভক্তদের উপহার দিয়েছিলেন দেব। নববর্ষে ব্যোমকেশ লুক সামনে এনেছিলেন। শেয়ার করেছিলেন ছবির পোস্টার। লিখলেন, কঠিন …….কিন্তু অসম্ভব নয়, “ব্যোমকেশ ও দুর্গ রহস্য”। দেখা হচ্ছে সিনেমা হলে। দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। অধিকাংশই একবাক্যে প্রশংসা করলেন দেবের।

তবে রবীন্দ্র জয়ন্তীতে আর রাখঢাক নয়, এবার শুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করলেন দেব। সঙ্গে অজিতের লুকে অম্বরিশ। আবঝা আলোয় ফ্রেমবন্দি হলেন দুই। ঝড়ের গতিতে ভাইরাল হল সেই ছবি। ভক্তরা কমেন্ট বক্সে ভিড় জমালেন, লিখলেন অপেক্ষা আর সইছে না।

এই ছবিতেই আবারও ফিরছে দেব ও রুক্মিনী মৈত্রর জুটি। পর্দায় তিনি সত্যবতী। পরিচালনায় বিরসা দাশগুপ্ত। ছবিতে থাকা অন্যান্য চরিত্রে নাম ইতিমধ্যেই সামনে এসেছে। শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। এখন টানা জুন মাস পর্যন্ত চলবে ব্যোমরেশ ছবির কাজ। চলতি বছরই ছবির মুক্তির সম্ভাবনা।

Next Article
The Kerala Story: ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্কিত মন্তব্য, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর
Trina Saha: ‘তিন মাসও টিকতে পারব না…’, দীর্ঘ পথচলা প্রসঙ্গে এ কী বললেন তৃণা