‘শারীরিক ভাবে সব থেকে বেশি চ্যালেঞ্জিং’, কোন ছবির কথা বললেন দেব?
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। ভারতীয় ফুটবলের জনক বলা হয় তাঁকে। এক কথায় যুগপুরুষ। কিন্তু ফুটবল পাগল এমন মানুষকে ভুলে গিয়েছে আপামর এক জাতি। তাঁকে আবার করে চেনাতেই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় পর্দায় আনতে চলেছে ‘গোলন্দাজ’।
দড়ির ও-পারে অনেক মানুষের ভিড়। হাতে হাতে জ্বলে উঠেছে মোবাইলের ফ্ল্যাশ। ছবি তুলছেন ওঁরা। কখনও বা হাত নাড়ছেন। আর দড়ির এ-পারে পাঞ্জাবি পরে হেঁটে যেতে যেতে হাত নাড়ছেন তিনি। অর্থাৎ রিল লাইফের নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ওরফে রিল লাইফের দেব (Dev)।
ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় সদ্য শেষ হল এই ছবির শুটিং। ঠিক এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব। দিয়েছেন শুটিং শেষের খবর। দেব লিখেছেন, ‘আমার ১৫ বছরের কেরিয়ারে নিঃসন্দেহে এই ছবিটা শারীরিক ভাবে সব থেকে বেশি চ্যালেঞ্জিং। খালি পায়ে ফুটবল খেলা, পায়ে চোট পাওয়া, ঘাড়ে আঘাত, শেষ দিনেও প্রায় ভাঙা হাড় নিয়ে কাজ… আশা করি গোলন্দাজ আপনাদের ভাল লাগবে।’
View this post on Instagram
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। ভারতীয় ফুটবলের জনক বলা হয় তাঁকে। এক কথায় যুগপুরুষ। কিন্তু ফুটবল পাগল এমন মানুষকে ভুলে গিয়েছে আপামর এক জাতি। তাঁকে আবার করে চেনাতেই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় পর্দায় আনতে চলেছে ‘গোলন্দাজ’। নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনের সত্যিকারের ঘটনা অবলম্বনে এই ছবি নিয়ে দর্শকের উৎসাহ, উন্মাদনা, কৌতূহলের শেষ নেই। করোনা এবং লকডাউন মাঝে কেড়ে নিয়েছিল বেশ কয়েকটি মাস। ‘গোলন্দাজ’ শুরু হয়েও থমকে গিয়েছিল হঠাৎই। অবশেষে শেষ হল এই ছবির কাজ।
View this post on Instagram
শুটিংয়ের কাজ দেখতে শুটিংয়ে হাজির হয়েছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর নাতি ময়ুখ রঞ্জন সর্বাধিকারী। কাজ দেখে আপ্লুত নগেন্দ্রপ্রসাদের পরিবার। ধ্রুব জানিয়েছিলেন, জীবনী নয়, সে সময়কার সত্যি ঘটনাগুলোকে আর এক হার না-মানা মানুষের জীবনীকে এক পঙতিতে বসিয়ে খানিক কল্পনার উপর ভর করে গল্প বলতে চেয়েছেন তিনি। কেমন হল সে গল্প, সে বিচারের ভার এবার দর্শকের।
আরও পড়ুন, শ্রীদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী: মায়ের লেখা চিঠি শেয়ার করলেন জাহ্নবী