‘প্রয়োজনে মাত্র একটি ফোন কলের দূরত্বে রয়েছি’—করোনা আক্রান্ত জিৎকে আশ্বাস দেবের
মানবিক দেবের প্রতিচ্ছবি দেখেছেন রাজ্যবাসী। করোনা আক্রান্ত থেকে আমপানে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেব।
করোনার আক্রান্ত হচ্ছেন টলিউডের একের পর এক প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী। শুভস্রী গঙ্গোপাধ্যায় থেকে জিৎ। শারীরিক পরিস্থিতিতির খবর জানিয়ে জিৎ টুইটারে লেখেন, ‘‘সবাইকে জানাতে চাই যে আমি কোভিড-১৯ পজিটিভ। আমি বাড়িতে নিজেকে আইসোলেট করে রেখেছি এবং আমার স্বাস্থ্য পরামর্শদাতার পরামর্শ অনুসরণ করছি। বিগত গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের কাছে আন্তরিক অনুরোধ পরীক্ষা করিয়ে নিন এবং নিজের খেয়াল রাখুন। শীঘ্রই আবার দেখা হচ্ছে।’ এরপরে একের এক উদ্বীগ্ন ফ্যানেরা কমেন্টে দ্রুত সুস্থতার বার্তাও পাঠাতে থাকেন।
অপেক্ষা করেননি তারকা-সাংসদ এবং সর্বোপরি বন্ধু দেবও। পাল্টা টুইট করে দেব লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো ফাইটার…আমি জানি তোমার কোনও রকমের সাহায্যের প্রয়োজন নেই তবে তাও যদি মনে হয়, আমি শুধুমাত্র একটি ফোন কলের দূরত্বে রয়েছি।’
আরও পড়ুন অনিল নিলেন ভ্যাকসিন, ছেলের প্রশ্ন “১লা মে-র আগে প্রথম শটটি কীভাবে পেতে পারেন?”
Get well soon Fighter…I know u don need any help but still if u need any m 1 call away…??
— Dev (@idevadhikari) April 20, 2021
মানবিক দেবের প্রতিচ্ছবি দেখেছেন রাজ্যবাসী। করোনা আক্রান্ত থেকে আমপানে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেব। এখনও বারবার নির্বাচনী প্রচারে বারবার অনুরোধ করছেন, “মাস্ক পড়ুন”। ঠিক সেভাবে ইন্ডা৩স্ট্রির সহশিল্পীর পাশে ফের দাঁড়ালেন দেব।
গত ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি ‘গোলন্দাজ’-এর টিজার। টিজারের প্রশংসা করেছেন বহু দর্শক। গত ১৬ এপ্রিল একটি টুইটও করেন দেব। তিনি লেখেন, ‘গোলন্দাজ-এর টিজারের ভাল প্রতিক্রিয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সত্যিই ভাল লেগেছে। টিজারটি শেয়ার করুন। বাইরে বেরলে অবশ্যই মাস্ক পরুন। আপনি রাজনীতিবিদ না হলে অপ্রয়োজনে বাইরে বেরবেন না (আমাদের দেশে শুধু ওঁরাই নিয়ম তৈরি করেন এবং ভাঙেন)। সুস্থ থাকুন।’