‘খাদান’ নিয়ে ব্যস্ত, তারমাঝেই শনিবার কেন আরজি কর-এ ছুটলেন দেব
Dev: বাঘাযতিন ছবিতে দেবের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁরই পরিচালনায় তৈরি। ফলে ব্যস্ততার মাঝেই পরিচালকের শারীরিক অবস্থার খোঁজ নিতে পৌঁছে যান দেব। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিয়ো। সূত্রের খবর দেবের সঙ্গে কথাও বলেছেন পরিচালক।
অভিনেতা-সাংসদ দেব এখন ব্যস্ত তাঁর ছবি খাদান নিয়ে। বক্স অফিসে ঝড়ের গতিতে লক্ষ্মীলাভ করছে ছবি। বহুদিন পর বাংলা ছবির দর্শকদের উত্তেজনা আশা ফেরাচ্ছে টলিউডে। একের পর এক ছবি মুক্তি পেয়েছে বড়দিনের আগেই। তারই মাঝে খাদান যেন পুষ্পা ২ ছবির দাপটকেও দমিয়ে দিয়েছে। বাংলার বুকেও রমরমিয়ে চলছিল পুষ্পা ২ ছবি। সেই মুহূর্তেই পরপর ৪ বাংলা ছবি মুক্তি পায় টলিউডে। আর সেখানেই খাদান সেরার সেরা হয়ে উঠেছে হাউসফুলের নিরিখে। ইতিমধ্যেই ভাল টাকা রোজগার করেছে ছবি। ফলে দর্শকদের ধন্যবাদ জানাতে ব্যস্ত এখন দেব। এরই মাঝে সময় করে ছুটলেন আরজি কর হাসপাতালে। কিন্তু কেন? কারণ পরিচালক অরুণ রায়। বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি। বাঘাযতিন ছবিতে দেবের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁরই পরিচালনায় তৈরি। ফলে ব্যস্ততার মাঝেই পরিচালকের শারীরিক অবস্থার খোঁজ নিতে পৌঁছে যান দেব। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিয়ো। সূত্রের খবর দেবের সঙ্গে কথাও বলেছেন পরিচালক।
প্রসঙ্গত, ক্যানসারে আক্রান্ত পরিচালক অরুণ রায়, এ খবর আগেই জানা গিয়েছিল। প্রথম থেকেই অকুতোভয় তিনি। চলছে কেমো-রেডিয়েশন। সম্প্রতি দ্বিতীয় কেমোও নিয়ে ফেলেছেন তিনি সেপ্টেম্বর ২০২৩। বর্তমানে আবারও অসুস্থ পরিচালক। তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। সূত্রের খবর আরজি কর মেডিকেল কলেজে ভর্তি তিনি। তবে এখন তাঁর শরীরের অবস্থা কেমন এই বিষয় কোনও খবর মেলেনি। সেপ্টেম্বরে দ্বিতীয় কেমো নেওয়ার পর টিভিনাইন বাংলাকে পরিচালক জানিয়েছিলেন, একেবারেই নিজেকে অসুস্থ মনে হচ্ছে না তাঁর। এমনকি কেমো নেওয়ার পরও অসুবিধে হয়নি।
তখনও অনেকগুলো কেমোই বাকি ছিল তাঁর। একই সঙ্গে চলেছে রেডিয়েশনও। তাঁর কথায়, “কেমো নেওয়ার পর যে সব বমি ভাব হয়। সে সব হয়নি কিছুই। আমি যে অসুস্থ তা কিন্তু মোটেও মনে হচ্ছে না।” এর পরেই খানিক রসিকতা করেই তিনি বলেছিলেন, “আমার কাজ ছবি তৈরি করা। আমি যদি নিজের অসুখ নিয়ে চিন্তা করে যাই তবে চিকিৎসকরা কী করবেন। তাঁরা আছেন চিন্তা করার জন্য। তাই ওটা ওঁদের উপরেই ছেড়ে দিয়েছি।” তখন কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে চিকিৎসা চলছে তাঁর। তা নিয়েই তিনি হাজির হয়েছিলেন তাঁর আগামী ছবি ‘বাঘাযতীন’-এর টিজার লঞ্চে। গত বছর পুজোতেই মুক্তি পায় দেব অভিনীত ছবিটি।