
মুক্তি পেল ‘গৃহপ্রবেশ’। এই ছবির কেন্দ্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারই সঙ্গে রয়েছেন জীতু কমল, কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সোহিনী সেনগুপ্ত। ছবি মুক্তির দিনে সুপারস্টার দেব টুইটারে শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ”গৃহপ্রবেশ আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য। খুব ভালো হোক!” প্রথমেই শুভশ্রী আর কৌশিক গঙ্গোপাধ্যায়কে টুইটারে ট্যাগ করে দিয়েছেন দেব। তারপর জীতু কমল এবং বাকিদের ট্যাগ করেছেন। এই টুইট সামনে আসতেই দেব-শুভশ্রীর অনুরাগীরা ‘ধূমকেতু’ ছবির আপডেট জানতে চাইছেন। ছবিটার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সেই কারণে ‘গৃহপ্রবেশ’-এর সূত্র ধরে টিম ‘ধূমকেতু’-র কাছে অনুরাগীদের প্রশ্ন পৌঁছে যাচ্ছে।
শুভশ্রীর নতুন ছবিটা মুক্তি পাওয়ার পর তাঁর পারফরম্যান্স নিয়ে কথা হতে শুরু করেছে। যেমন সুন্দর দেখতে লাগছে তাঁকে ‘গৃহপ্রবেশ’-এ, তেমনই দারুণ অভিনয় করেছেন তিনি। আবার ১৪ অগস্ট মুক্তি পাবে ‘ধূমকেতু’, তা ঘোষণা করে দেওয়া হয়েছে। দেব-শুভশ্রী জুটির ছবি দেখতে বরাবরই পছন্দ করেন দর্শকরা। একটা লম্বা বিরতির পর নায়ক-নায়িকাকে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে অগাস্টে।
এই মুহূর্তে শুভশ্রী অত্যন্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন। ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিং করছেন তিনি। আবার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং করছেন নায়িকা এই মাসেই। এরপর তাঁর নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু হবে। সৃজিত পরিচালিত ছবিটা ডিসেম্বরে মুক্তি পাবে, তা ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে এই বছর তিনটে ছবি মুক্তি পাওয়ার কথা শুভশ্রীর। সঙ্গে রয়েছে অদিতি রায়ের পরিচালনায় নতুন ওয়েব সিরিজের মুক্তি।