বিয়ের পরের সকালে প্রথম কোন ছবি শেয়ার করলেন গৌরব-দেবলীনা?

সেই অর্থে মিস্টার অ্যান্ড মিসেস ছাড়া গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের জীবনে আপাত বদল তেমন কিছু নেই।

বিয়ের পরের সকালে প্রথম কোন ছবি শেয়ার করলেন গৌরব-দেবলীনা?
দম্পতি। ছবি ইনস্টাগ্রামের সৌজন্যে।

|

Dec 10, 2020 | 1:43 PM

বিয়ের পরের প্রথম সকাল। বদলে যাওয়া জীবন। সেই অর্থে মিস্টার অ্যান্ড মিসেস ছাড়া গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং দেবলীনা কুমারের (Devlina Kumar) জীবনে আপাত বদল তেমন কিছু নেই। কারণ দীর্ঘ বন্ধুত্ব এবং প্রেমে একে অপরকে চিনেছেন অনেকটাই। তবুও জাস্ট ম্যারেড বলে কথা! তাই তাঁদের উপর তো লাইমলাইট থাকবেই।

সোশ্যাল মিডিয়ায় গৌরব-দেবলীনা দু’জনেই খুব অ্যাক্টিভ। ফলে বিয়ের পরের দিন প্রথম কোন ছবি শেয়ার করলেন, তা নিয়ে অনুরাগীদের উৎসাহ ছিলই। স্বাভাবিক ভাবেই বিয়ের ছবি শেয়ার করেছেন তাঁরা।

আরও পড়ুন, বিবাহ অভিযানে আপাতত ‘মার্কড সেফ’, তাহলে কবে বিয়ে করছেন তিন কন্যে?

গৌরব গতকাল বিয়ের সন্ধের একটি মুহূর্ত শেয়ার করেছেন। আলাদা করে ক্যাপশন দেননি। শুধু ছবি সৌজন্য রয়েছে তাঁর পোস্টে। দেবলীনাও শেয়ার করেছেন বিয়ের ছবি। তবে সন্ধে নয়, তাঁর প্রথম পোস্টে রয়েছে বিয়ের সকাল। ছবি জুড়ে রয়েছেন বাবা-মা। অর্থাৎ দেবাশীষ কুমার এবং দেবযানী কুমার। ক্যাপশনে লিখেছেন ‘আমার’।

চৌধুরী ভিলায় বসেছিল গৌরব-দেবলীনার বিয়ের আসর। অতিমারির পরিস্থিতি না হলে বিয়েতে প্রচুর অতিথি সমাগম হত। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখে নিমন্ত্রিতের তালিকা ছিল সীমিত। মূলত পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের সাক্ষী রেখে বিয়ে করলেন এই জুটি। ইন্ডাস্ট্রির তরফে ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, সপরিবার গায়ক অনীক ধরের মতো ব্যক্তিত্বরা হাজির ছিলেন। মেনুতে ছিল বাঙালি খাবার। তবে আলাদা করে রিসেপশনেরও আয়োজন করেছেন নবদম্পতি।

এই মুহূর্তে করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিক নিয়ে ব্যস্ত গৌরব। দেবলীনার হাতেও রয়েছে ছবির কাজ। ফলে শুটিং নিয়ে ব্যস্ততা চরমে। রিসেপশনের সকালেও শুটিং করতে হবে গৌরবকে। এই ব্যস্ততার মধ্যে আপাতত হনিমুনের কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন, তিন বছরের প্রেম গড়াল বিয়েতে, সাতপাকে বাঁধা পড়লেন ‘রবলীনা’, দেখুন ছবি