ছবিতে এমন কমেন্টস থাকবে, যা টাইপ করতেও রুচিতে বাধবে, ট্রোলিং কিস্যু করতে পারবে না: দেবলীনা কুমার
আচ্ছা যিনি এই কমেন্টটি করেছেন, তিনি কি জীবনে এমন কোনও মানুষের সঙ্গে পরিচিত হয়নি, যিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন? প্রথমদিকে এসব দেখে খারাপ লাগত, চুপ করে যেতাম। কিন্তু এখন পুরো বিষয়টা সয়ে গিয়েছে।
গত ২৬ নভেম্বর বিয়ে হয় অনির্বাণ ভট্টাচার্য-মধুরিমা গোস্বামীর। সোশ্যাল মিডিয়ায় অনির্বাণ-মধুরিমার বিয়ের ছবিতে কুরুচিকর কমেন্টস করেন নেটিজেনদের একাংশ। ‘বডি শেম’ করা হয় মধুরিমাকে। কাল, ৯ ডিসেম্বর বিয়ে দেবলীনা কুমার-গৌরব চট্টোপাধ্য়ায়ের। তার আগের দিন ‘সেলেব্রিটি ট্রোলিং’ নিয়ে tv9bangla.com-এর কাছে অকপট দেবলীনা কুমার।
আমি দেবলীনা। দেবলীনা ‘কুমার’। এবং আমি অবাঙালি নই। আমার মা-বাবা-মা, ঠাকুমা, কাকা, পিসি, দিদা ,দাদু, মাসি ,মেসো কেউ অবাঙালি নন। কিছুদিন আগেই দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটা লেখা: ‘বাঙালি নন দেবলীনা কুমার, তবুও বাঙালিয়ানার সঙ্গে এভাবেই জড়িয়ে অভিনেত্রী’। জন্মের পর এই প্রথম জানতে পারলাম যে, আমি অবাঙালি! সেই পোস্টে এমন অনেক কমেন্টও দেখলাম, যা আপনার মনকে একেবারে বিষিয়ে দিতে পারে। তবে যেহেতু আমি ‘সেলেব্রিটি’, তাই আমার মনখারাপ হয়নি। অথবা ‘সেলেব্রিটি’দের মনখারাপ হতে পারে না। আমি যদি রোজ সকালে পঁচাত্তর কিলোমিটার সাইকেল চালাই অথবা ‘গেঁন্দা ফুল’ গানে নাচি, তা-ও কেউ না-কেউ, কিছু না-কিছু লিখবেই। এবং খারাপ কিছুই লিখবে। আর যা লিখবে, তার সঙ্গে আমি নিজেকে কোনও ভাবে রিলেট করতে পারব না। তাই সেসব নিয়ে ভাবনা ছেড়ে দিয়েছি। কিছুদিন আগে অনির্বাণ ভট্টাচার্য তাঁর দীর্ঘদিনের বন্ধু মধুরিমা গোস্বামীকে বিয়ে করলেন। দু’জন দু’জনকে ভালবাসেন। এর থেকে বড় সত্যি তো আর কিচ্ছু নেই। কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় অনির্বাণ-মধুরিমার বিয়ের ছবিতে কুরুচিকর কমেন্টস টাইপ করেছেন, বিশেষত মধুরিমার শারীরিক গঠন কিংবা অনির্বাণের ‘পছন্দ’ নিয়ে মন্তব্য করেছেন, তারা অনির্বাণ-মধুরিমার ভালবাসার ‘সত্যি’টাকে ভীষণ খাটো করে দিলেন। ট্রোলারদের নিজের পরিবারেও মধুরিমা-অনির্বাণের মতো যুগল রয়েছেন নিশ্চয়ই। তাতে কী? অনির্বাণ ‘সেলেব’ এবং তাঁর নাট্য়কর্মী বান্ধবী অনির্বাণকে বিয়ে করে নেটিজেনদের মতে ‘সেলেব’ তকমা পেয়েছেন। তাই তাঁরা আর ‘সাধারণ’ মানুষ নেই। ‘অসাধারণ’ হয়ে উঠেছেন। আর ট্রোল তো ‘অসাধারণ’দেরই করতে হয়! কিছুদিন আগে আমার ‘উড বি’ গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা পোস্ট করার পর ছবির কমেন্ট সেকশনে দেখলাম, ‘আর কটা বিয়ে করবে?’
আচ্ছা যিনি এই কমেন্টটি করেছেন, তিনি কি জীবনে এমন কোনও মানুষের সঙ্গে পরিচিত হয়নি, যিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন? প্রথমদিকে এসব দেখে খারাপ লাগত, চুপ করে যেতাম। কিন্তু এখন পুরো বিষয়টা সয়ে গিয়েছে। তবে এটা ভেবে একটু চিন্তা হয়, হঠাৎ আমার মা-বাবা কিংবা গৌরবের পরিবারের কারও চোখে যদি এরকম কোনও কমেন্ট পড়ে। তাঁরা কীভাবে রিঅ্যাক্ট করবেন? খারাপ লাগবে নিশ্চয়ই? সেই খারাপলাগাগুলো কি আমি জানতে পারব? কাল, ৯ ডিসেম্বর আমি-গৌরব বিয়ে করছি। আসলে আমি তো মা-বাবার একমাত্র মেয়ে। তা-ই আমার বিয়ে নিয়ে মা-বাবার বাবার একটা স্বপ্ন আছে। তাঁরা চান ভালোয়-ভালোয় আমার আর গৌরবের বিয়ে হোক। বন্ধুবান্ধবেরা আসবে। আত্মীয়স্বজন, মিডিয়ার বন্ধুরাও আসবেন। কত ছবি উঠবে। এবং অজস্র ছবি পোস্টও হবে সোশ্য়াল মিডিয়ায়। কিন্তু এরপরও আমি জানি কিছু ছবিতে এমন কমেন্টস থাকবে, যা টাইপ করতেও আমার রুচিতে বাধবে। কিন্তু আমার আর খারাপ লাগবে না, গৌরবেরও নয়। কারণটা কী বলুন তো, আমরা নিজেদের এবং একে অপরকে ভীষণ ভালবাসি। ট্রোলিং কিস্যু করতে পারবে না!