ব্যাকগ্রাউন্ডে সাদা রঙা বাড়ি। কয়েকটা গাঁদা ফুলও উঁকি মারছে। আর ফ্রেম জুড়ে রয়েছে ফোলা ফোলা গালের এক মেয়ে। নাচ যাঁর প্রথম ভালবাসা। আজীবন নাচ নিয়ে বাঁচতে চায় সেই মেয়ে। কিন্তু তাকে এখন দেখলে হয়তো আপনার অচেনা লাগবে। মেয়েটি অর্থাৎ দেবলীনা কুমার (Devlina Kumar)।
বুধবার সকালে ফেসবুক মেমরিতে আসা নিজের ১০ বছর আগের একটি ছবি শেয়ার করেছেন দেবলীনা। তাঁর এখনকার চেহারা দেখলে সত্যিই চেনা মুশকিল। ফিটনেস চর্চায় নিজের টোনড ফিগার তৈরি করে ফেলেছেন তিনি।
ফিটনেস দেবলীনার সুস্থ থাকার চাবিকাঠি। প্রতিদিন জিমে অনেকটা সময় কাটান তিনি। ট্রেনারের পরামর্শ অনুযায়ী কোন কোন ওয়ার্কআউট তাঁর প্রয়োজন, তা জেনে নিয়ে অভ্যেস করেন। লকডাউনে জিম বন্ধ ছিল। সে সময় থেকে শুরু হয়েছে তাঁর সাইকেলের নেশা। মাইলের পর মাইল সাইকেল চালান তিনি। সঙ্গী স্বামী তথা প্রিয় বন্ধু গৌরব চট্টোপাধ্যায়।
প্রেম এবং বিয়ে, এ সব সম্পর্কের মধ্যেও তাঁদের বন্ধুত্বকে অনেক এগিয়ে রাখেন গৌরব-দেবলীনা। সেটাই ভাল থাকার পাসওয়ার্ড। ভবানীপুরের চট্টোপাধ্যায়ের বাড়ির বউমা দেবলীনা। উত্তমকুমারের নাতবৌ। মঞ্চে অভিনয় করছেন। পাশাপাশি চলছে নাচের স্কুল। নিয়মিত অনুষ্ঠানও করেন। পেশার প্রয়োজনে শরীরচর্চা প্রয়োজন তাঁর। কিন্তু দেবলীনা মনে করেন, ফিট থাকতে প্রতিটি মানুষের নিয়মিত শরীরচর্চা করার দরকার। ডায়েট এবং ওয়ার্কআউটের রুটিনেই ১০ বছরে দেবলীনার চেহারা এতটা পরিবর্তন হয়েছে।
আরও পড়ুন, ‘তুই যেভাবে আমার দিকে তাকিয়ে আছিস’, কাকে বললেন করণভীর?