Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রুসো ব্রাদার্সের ছবির অন্যতম মুখ রজনীকান্তের জামাই

২০১৮ সালে ইংরেজি কমেডি ছবি 'দ্য এক্সট্রা অর্ডিনারি জার্নি অফ এ ফকির'-এ অভিনয় করেছিলেন ধনুষ।

রুসো ব্রাদার্সের ছবির অন্যতম মুখ রজনীকান্তের জামাই
ধনুষ
Follow Us:
| Updated on: Dec 18, 2020 | 10:05 PM

পরিচালক ডুয়ো অ্যান্থনি-জো রুসোর ছবিতে অভিনয় করবেন তামিল সুপারস্টার ধনুষ। ‘অ্যাভেঞ্জার্স’ ছবি খ্যাত পরিচালক রুসো ব্রাদার্সের ছবিতে ধনুষ ছাড়াও থাকছেন হলিউড স্টার জেসিকা হেনউইক, ওয়াগনার মুরা এবং জুলিয়া বাট্টার্স। ছবির নাম ‘দ্য গ্রে ম্যান’। রুসো ভাইদের ছবিতে রয়েছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ মানে ক্রিস ইভান্স, ‘লা লা ল্যান্ড’ ছবি খ্যাত রায়ান গসলিং, এবং ‘নাইভস আইট’ ছবি খ্যাত অ্যানা দি আরমাস।

‘দ্য গ্রে ম্যান’ — মার্ক গ্রিন রচিত উপন্যাস অবলম্বনে তৈরি এক ছবি। সেই ছবির অন্যতম মুখ হতে চলেছেন এক ভারতীয় অভিনেতা। নেটফ্লিক্স এই অ্যাকশন-থ্রিলার ছবির কাস্টিংয়ের নতুন সংযোজনের বিষয়ক এ হেন ঘোষণার পর থেকেই ‘ধনুষ’ভক্তকুলের উত্তেজনা তুঙ্গে।

ধনুষ নিজেও টুইট করে জানান, “রুশ ব্রাদার্স পরিচালিত রায়ান গসলিং এবং ক্রিস ইভানস অভিনীত নেটফ্লিক্সের ‘দ্য গ্রে ম্যান’ ছবিতে যোগ দিতে চলেছি। এ খবর ঘোষণা করাও আমার কাছে বিরাট আনন্দের। আমি আশাবাদী যে আমার জন্যে এটি এক দুর্দান্ত অ্যাকশন-প্যাকড অভিজ্ঞতা হতে চলেছে।”

TRio

অতরঙ্গি রে-তে সারা, অক্ষয় এবং ধনুষ

প্রসঙ্গত, ২০১৮ সালে ইংরেজি কমেডি ছবি ‘দ্য এক্সট্রা অর্ডিনারি জার্নি অফ এ ফকির’-এ অভিনয় করেছিলেন ধনুষ।

বর্তমানে, ধনুষ, আনন্দ এল রাই পরিচালিত ছবি ‘অতরঙ্গি রে’-র শুটিংয়ে ব্যস্ত। ছবিতে ধনুষ ছাড়াও রয়েছেন অক্ষয়কুমার ও সারা আলি খান।