
শোকস্তব্ধ বলিউড। নাহ, এবার আর মিরাকেল ঘটল না। ১১ নভেম্বর একইভাবে ছড়িয়ে পড়েছিল ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ। তবে গোটা দেশের প্রার্থনায় সেবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। তবে এবার আর ফেরা হল না। সোমবার বেলায় গোটা ভারতের বুকে নেমে এল অন্ধকার। এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। এ যেন এক যুগের অবসান। একের পর এক হিট, মোটের ওপর ২৪৭টি ছবি। ভাঙল জয়-ভিরু জুটি। চিরনিদ্রার দেশে ধর্মেন্দ্র। গত কয়েকমাস ধরেই বার্ধক্যজণিত কারণে অসুস্থ ছিলেন অভিনেতা। শেষ সময় থাকছিলেন প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গেই। ধীরে ধীরে সুস্থও হচ্ছিলেন তিনি। তবে কয়েকদিন আগেই খবর মেলে হাসপাতালে ভর্তি কিংবদন্তি অভিনেতা। শোনা গিয়েছিল, কিছু রুটিন চেকআপের জন্যেই এই সিদ্ধান্ত। তবে সোমবার বেলা গড়াতেই মেলে খারাপ খবর। শোনা যায় বর্ষীয়ান অভিনেতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। ছিলেন ভেন্টিলেশনে। ধর্মেন্দ্রর চিকিৎসার জন্য আলাদা মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয়েছিল। প্রতিটা মুহূর্তে কড়া নজর রাখছিলেন চিকিৎসকেরা।
আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৮৯ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে ‘রকি অউর রানি কি প্রেমে কাহানি’ ছবিতে তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। এমনকী, সদ্য প্রকাশ্যে এসেছিল তাঁর পরবর্তী ছবির ঝলক।
তবে সেই ছবির মুক্তি আর দেখা হল না। সোমবার বিকেল থেকে হাসপাতাল চত্বরে বেড়েছিল তৎপরতা। তড়িঘড়ি ধর্মেন্দ্রকে দেখতে ছুটেছিলেন হেমা মালিনিও। গোটা ভারত তখন তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছিল। তবে শেষ রক্ষা হল না। সকলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন রূপলি পর্দার হি-ম্যান ধর্মেন্দ্র। ভারতীয় চলচ্চিত্র জগতের এক অধ্যায়ের অবসান।