হাসপাতালে ধর্মেন্দ্র, হঠাৎ কী হল?

আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে রকি অউর রানি কি প্রেমে কাহানি ছবিতে তো তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল।

হাসপাতালে ধর্মেন্দ্র, হঠাৎ কী হল?

|

Oct 31, 2025 | 7:25 PM

আচমকাই হাসপাতালে বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। শুক্রবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হাসপাতালে ধর্মেন্দ্র ভর্তি হওয়ার পর থেকেই বলিউডে জোর গুঞ্জন। তাহলে কী ধর্মেন্দ্রর গুরুতর কিছু হয়েছে?

আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে রকি অউর রানি কি প্রেমে কাহানি ছবিতে তো তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। এমনকী, সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর ইক্কিস ছবির ঝলক। যেখানে ধর্মেন্দ্রকে বোঝাই যায় না তাঁর নব্বই বছর বয়স। তারই মাঝে খবরে এল ধর্মেন্দ্র হাসপাতালে।

তবে গুঞ্জন খুব বেশি ছড়ানোর আগেই ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, অভিনেতা একেবারেই সুস্থ রয়েছেন। তাই অযথা ভুয়ো খবর ছড়ানোর কোনও অর্থ নেই।

ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, প্রতি মাসেই রুটিন চেকআপের জন্য অভিনেতাকে হাসপাতালে আনা হয়। আর শুক্রবারও সেটাই ঘটেছে।