
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে গত কয়েকদিন ধরেই উদ্বেগে গোটা দেশ। সোমবার অর্থাৎ ১১ নভেম্বর আচমকাই তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড় হয় গোটা দেশ। মুম্বইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ততক্ষণে বলিউডের ঢল নেমে যায়। সকলেই অভিনেতাকে দেখতে মধ্যরাতে হাসপাতালে ছোটে। আর মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল হতেই আচমকা রটে যায় তাঁর ভুয়ো মৃত্যুর খবর। সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই অভিনেতার পরিবার থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, প্রয়াণের খবর মিথ্যে। এরপরই তাঁকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসার বন্দোবস্ত করে পরিবার। বুধবার হাসাপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ততক্ষণে হাসপাতালের অন্দরমহলের একাধিক ছবি থেকে ভিডিয়ো ভাইরাল। যার সত্যতা নিয়ে প্রশ্ন বর্তমান। তবে সেই সকল ভিডিয়োতে যে ছবি উঠে আসছে তা দেখে ডুকরে ডুকরে কাঁদছে গোটা দেশ। সত্যি-মিথ্যার বিচার না করেই নেটপাড়া এখন মগ্ন সেই ভিডিয়োগুলোতে। যেখানে পরিবারের এই অবস্থা রীতিমতো চোখের কোলে জল এনে দিচ্ছে।
উল্লেখ্য ভিডিয়োতে দেখা যায়, হাসপাতালের বিছানায় ধর্মেন্দ্র শুয়ে আছেন, পাশে বসে তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর অঝোরে কাঁদছেন। বারে বারে ধর্মেন্দ্রকে তোলার চেষ্টা করছেন, একবার কথা বলার অনুরোধ করছেন। সেই সময় অভিনেতার বড় ছেলে সানি দেওল মাকে সান্ত্বনা দিচ্ছেন এবং অপর ছেলে ববি দেওল বাবার পা ধরে কাঁদছেন। কেউ কেউ দাবি করছেন এই ভিডিয়ো বাড়ি থেকে তোলা, কারও দাবি হাসপাতালের ভিডিয়ো। কেউ কেউ আবার ভুয়ো বলেও দাবি করছেন। নেটশ্রেণির একাংশ আবার এই ভিডিয়ো শেয়ারের ঘোর বিরোধিতা করছেন। লিখছেন– “এটা পরিবারের ব্যক্তিগত মুহূর্ত। যে-ই হোক, এমন সংবেদনশীল মুহূর্ত রেকর্ড করা খুবই ভুল কাজ।” আরেকজন লেখেন, “এটি পরিবারের ব্যক্তিগত মুহূর্ত। কেউ যখন কষ্টে থাকে, তখন ভিডিয়ো করা মানবিকতার পরিচায়ক নয়।”
দেওল পরিবার বর্তমানে যে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ধর্মেন্দ্রর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অসংখ্য অনুরাগী ও পাপারাৎজি তাঁর বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন। এতে পরিবার যে অস্বস্তিতে রয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। বিরক্ত হয়ে সানি দেওল নিজেই বাড়ি থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনাদের বাড়িতেও মা-বাবা, সন্তান আছে… লজ্জা করে না?” সেই ভিডিয়োও এখন নেটপাড়ায় ভাইরাল।