
দেখতে দেখতে নয়দিন পার। তিনি আর নেই। যে কিংবদন্তি অভিনেতার জন্মদিন সেলিব্রেশনের প্ল্যানে ব্যস্ত ছিল পরিবার, আজ তাঁদের হাতে প্রয়াত নায়কের অস্থি। সোমবার ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দেন ধর্মেন্দ্র। সকলের অলক্ষ্যেই তাঁকে দাহ করা হয়। শেষ দর্শনটাও তাঁর দর্শন পাননি অনুরাগীরা। সেই আক্ষেপ যেন থেকেই গেল। সেদিন সকালে মুম্বইয়ের ভিলে পার্ল শ্মশান ঘাটে এক অ্যাম্বুল্যান্সে করে আনা হয়েছিল তাঁর মরদেহ। শ্মশানেই একে একে সেদিন তারকারা উপস্থিত হয়েছিলেন, শ্রদ্ধাজ্ঞাপন করতে। তারপর বৃহস্পতিবার স্মরণসভার আয়োজন করেছিল দেওল পরিবার। আর রবিবার দেওল পরিবার ধর্মেন্দ্রর অস্থি নিয়ে পৌঁছে গিয়েছিল হরিদ্বার।
সেখানেই বুধবার কিংবদন্তি অভিনেতার অস্থি বিসর্জন সম্পন্ন হল। উপস্থিত গোটা দেওল পরিবার। সেখান থেকেই এক ভিডিয়ো এবার সোশ্যাল মিডিয়ায় হল ভাইরাল। সানি দেওল ও ববি দেওল ধর্মেন্দ্রর অস্থি বিসর্জন দিয়ে গঙ্গা স্নান করেন। সঙ্গে উপস্থিত ছিলেন তাঁদে সন্তানেরাও।
Deol family in Haridwar for the asthi visarjan of Dharam ji.
Om Shanti. 🙏💐#Dharmendra pic.twitter.com/SUhvsBdbiA— Kashinath 2.0 (@TheDeolsFC) December 3, 2025
প্রসঙ্গত, ২৪ নভেম্বর, ভারতের বুকে নেমে এসেছিল গভীর শোক। গত একমাস ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই, ১১ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবরও। তবে সবটাই ছিল ভুয়ো। তখনও বেঁচে ছিলেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল বাড়িতে। সেখানেই চলছিল চিকিৎসা। এরপর সব ঠিকই চলছিল। আচমকাই পরিস্থিতি পাল্টে যায় ২৪ নভেম্বর, সকাল কানাঘুষো শোনা যেতে শুরু করে ধর্মেন্দ্র আর নেই। ভিলে পার্লেতে একপ্রকার যেন চুপিসাড়েই হয় শেষকৃত্য। যদিও প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ধীরে ধীরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে পোস্ট সামনে আনেন। তবে আক্ষেপ সাধারণের মনে থেকেই গেল, কিংবদন্তি অভিনেতা, বলিউডের হি-ম্যানকে শেষ শ্রদ্ধা জানানো হল না।