
ভারতীয় সিনেমার জন্য আবারও গর্বের মুহূর্ত। IMDb-র বিশ্বখ্যাত ‘Top 250 Greatest Films of All Time’ তালিকায় জায়গা করে নিল বলিউডের ছবি ‘ধুরন্ধর’। এর আগেই এই তালিকায় জায়গা করে নিয়েছে ‘3 Idiots’, ‘Gangs of Wasseypur’, ‘12th Fail’, ‘Taare Zameen Par’, ‘Drishyam’-এর মতো জনপ্রিয় ভারতীয় ছবি। এবার সেই সারিতেই নাম লেখাল ‘ধুরন্ধর’।
সারা বিশ্বের দর্শকদের রেটিংয়ের ভিত্তিতে IMDb-র এই তালিকা তৈরি হয়। কোনও সমালোচকের মতামত অনুযায়ী এই তালিকা তৈরি হয় না। এই স্বীকৃতি পুরোপুরি দর্শক-ভিত্তিক। সেই দিক থেকে ‘ধুরন্ধর’-এর এই সাফল্যতে বেশ খুশি ছবি প্রেমীরা।
বর্তমানে IMDb Top ২৫০ তালিকায় ‘3 Idiots’ রয়েছে ৮৫ নম্বরে, ‘12th Fail’ জায়গা করে নিয়েছে ৬৯ নম্বরে, ‘Taare Zameen Par’ রয়েছে ১০৭ নম্বরে, ‘Gangs of Wasseypur’ আছে ২৪৬ নম্বরে, ‘Drishyam’ রয়েছে ২৪৯ নম্বরে। আর এই তালিকার একেবারে নতুন সংযোজন হিসেবে ২৫০ নম্বরে জায়গা করে নিয়েছে ‘ধুরন্ধর’।
৫ই ডিসেম্বর ২০২৫-এ বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবি মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল-সহ একাধিক তারকাকে দেখা গিয়েছে এই ছবিতে। গুপ্তচরবৃত্তি, আন্তর্জাতিক রাজনীতি ও টানটান থ্রিল সব মিলিয়ে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি। মুক্তির পর থেকে ছবিটি বিপুল ব্যবসা করেছে এবং সাম্প্রতিক সময়ের অন্যতম সফল ভারতীয় ছবি হিসেবে উঠে এসেছে আলোচনায়। মাত্র ২২ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার নজির গড়েছে ‘ধুরন্ধর’। ৩ ঘণ্টা ৩০ মিনিটের ছবি দেখে বোর হননি বলে জানিয়েছেন দর্শকদের একাংশ। মার্চ মাসে মুক্তি পাবে ছবির দ্বিতীয় ভাগ। এখন অনেকেই রয়েছেন দ্বিতীয় ভাগ মুক্তির অপেক্ষায়।