করোনা আতঙ্কে হবু মায়েরা কীভাবে যত্ন নেবেন, জানালেন দিয়া
গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বারের জন্য বিয়ে করেন দিয়া। পাত্র পেশায় ব্যবসায়ী বৈভব রেখি। মালদ্বীপে হনিমুনে গিয়ে মা হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন দিয়া।
করোনার (covid 19) দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। প্রতিদিন যে হারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তাতে এই আশঙ্কা সম্পর্কে একপ্রকার নিশ্চিত চিকিৎসক মহল। পরিস্থিতি সামলাতে আগামী ১মে পর্যন্ত মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে গৃহবন্দি গোটা মুম্বই। স্তব্ধ হয়েছে বলিউডের (bollywood) শুটিং। বহু তারকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কীভাবে লকডাউনের কঠিন সময় কাটাচ্ছেন, তার আভাস দিচ্ছেন তাঁরা। সেই তালিকায় এ বার যোগ হল দিয়া মির্জারও (Dia Mirza) নাম।
গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বারের জন্য বিয়ে করেন দিয়া। পাত্র পেশায় ব্যবসায়ী বৈভব রেখি। মালদ্বীপে হনিমুনে গিয়ে মা হওয়ার খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন দিয়া। আপাতত মুম্বইতে বাড়িতেই রয়েছেন তিনি। বাড়ি থেকে কাজ করছেন। তেমনই একটি ছবি অনুরাগীদের জন্য শেয়ার করেছিলেন। যেখানে নায়িকার মুখে প্রেগন্যান্সি গ্লো স্পষ্ট।
দিয়ার ইনস্টাগ্রাম স্টোরি থেকে নেওয়া ছবি।
দিয়া জানিয়েছেন, করোনা আতঙ্কে হবু মায়েদের অনেক বেশি নিজের প্রতি যত্নশীল হতে হবে। করোনা সংক্রান্ত সব রকম স্বাস্থ্যবিধি তিনি মেনে চলছেন। বাড়ি থেকে বেরনো একদম বন্ধ। ফোনে সর্বক্ষণ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন। কোনও রকম সমস্যা হলেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। আর চিন্তামুক্ত থাকার চেষ্টা করছেন। আসন্ন সন্তানের কথা ভেবে ভাল থাকার চেষ্টা করছেন। দিয়া জানিয়েছেন, এই সময় হবু মায়েদের শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি মনের যত্ন নেওয়াও প্রয়োজন।
আরও পড়ুন, লকডাউনে শিশুকে ব্যস্ত রাখবেন কীভাবে? পরামর্শ দিলেন সোহা