Dibyojyoti Dutta: খালি গলায় দিব্যজ্যোতির গান! শুনে হাসি চাপতেই পারছেন না নেটিজেনরা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 29, 2024 | 9:37 PM

Dibyojyoti Dutta: প্রসঙ্গত, নিজেকে বরাবরই সিঙ্গল বলেই দাবি করে এসেছেন দিব্যজ্যোতি দত্ত। যদিও ছোট পর্দার বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। এঁদের মধ্যে রয়েছেন স্বস্তিকা দত্ত, সৌমিতৃষা কুন্ডু, সৌমিলি চক্রবর্তীসহ অনেকেই।

Dibyojyoti Dutta: খালি গলায় দিব্যজ্যোতির গান! শুনে হাসি চাপতেই পারছেন না নেটিজেনরা

Follow Us

দিব্যজ্যোতি দত্ত ভাল নাচ করেন, এ কথা কারও অজানা নয়। ভাল অভিনয়ও করেন তিনি। সে প্রমাণও মিলেছে অনেক আগেই। কিন্তু গান! সেটা তিনি কেমন গান, তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন ছিল বহুদিন থেকেই। কিন্তু সে আশায় জল ঢেলে দিলেন ‘ডাক্তার সূর্য’। তাঁর গান শুনে রীতিমতো কানে আঙুল দিচ্ছেন নেটিজেনরা। তাঁদের একটাই বক্তব্য, “এতটা খারাপ”! সম্প্রতি ভাইরাল হয়েছে এক ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে একদা জনপ্রিয় গান ‘আমি হলাম রোমিও’ খালি গলায় গাইছেন তিনি। তবে তিনি একা নন ‘রূপসাগরে মনের মানুষ’ সায়ন মুখোপাধ্যায়ও গলা মিলিয়েছেন সেই গানের সঙ্গে। যা শুনতে নেটিজেনরা কুপোকাত। একজন লিখেছেন, “আমার কান দু’টো ফেটে গেল।” আর একজনের প্রশ্ন, “তুমি কি সত্যিই রোমিও? পাক্কা প্লে বয় তুমি?”

প্রসঙ্গত, নিজেকে বরাবরই সিঙ্গল বলেই দাবি করে এসেছেন দিব্যজ্যোতি দত্ত। যদিও ছোট পর্দার বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। এঁদের মধ্যে রয়েছেন স্বস্তিকা দত্ত, সৌমিতৃষা কুন্ডু, সৌমিলি চক্রবর্তীসহ অনেকেই। এই মুহূর্তে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি। সেখানেই তাঁর ভাইয়ের বউয়ের ভূমিকায় দেখা যাচ্ছে সৌমিলি চক্রবর্তীকে। বেশ কিছু ধরেই গুঞ্জন তাঁরা নাকি প্রেম করছেন। যদিও দিব্যর দাবি, তিনি এক্কেবারে সিঙ্গল।

Next Article