কাজলের মৃ্ত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, সত্যিটা জানিয়ে দিলেন নায়িকা

সম্প্রতি অভিনেত্রী কাজল আগরওয়ালকে ঘিরে ছড়ায় একটি মৃত্যুর গুজব, যেখানে অযাচিত কিছু প্রতিবেদনে দাবি করা হয় যে তিনি একটি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে মারা গিয়েছেন। গুজবটি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়লেও, কাজল নিজেই সামনে এসে জানান যে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সোমবার, কাজল সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে তাঁর অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করেন যে তিনি সুস্থ ও নিরাপদে রয়েছেন।

কাজলের মৃ্ত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, সত্যিটা জানিয়ে দিলেন নায়িকা

| Edited By: Bhaswati Ghosh

Sep 09, 2025 | 6:22 PM

সম্প্রতি অভিনেত্রী কাজল আগরওয়ালকে ঘিরে ছড়ায় একটি মৃত্যুর গুজব, যেখানে অযাচিত কিছু প্রতিবেদনে দাবি করা হয় যে তিনি একটি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে মারা গিয়েছেন। গুজবটি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়লেও, কাজল নিজেই সামনে এসে জানান যে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সোমবার, কাজল সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে তাঁর অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করেন যে তিনি সুস্থ ও নিরাপদে রয়েছেন। সড়ক দুর্ঘটনা নিয়ে গুজব ছড়ানোর পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়, এবং তখনই তিনি নিজে বিষয়টি পরিষ্কার করেন।

কাজল ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “আমি এমন কিছু ভিত্তিহীন খবর দেখেছি যেখানে বলা হয়েছে আমি দুর্ঘটনায় পড়েছি (এবং আর বেঁচে নেই!) – সত্যি বলতে, এটা হাস্যকর, কারণ এসব একেবারেই মিথ্যে।” তিনি আরও লেখেন, “ঈশ্বরের কৃপায়, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি পুরোপুরি সুস্থ আছি এবং ভালো আছি। অনুরোধ করবো এমন ভুয়া খবর বিশ্বাস করবেন না বা ছড়াবেন না। বরং আমরা যেন ইতিবাচকতা এবং সত্যের উপরই মনোনিবেশ করি।” কাজলের অনুরাগীরা এতে নিশ্চিন্ত হয়েছেন।

সম্প্রতি কাজল তার স্বামী গৌতম কিচলুর সঙ্গে মালদ্বীপে একটি সংক্ষিপ্ত সফরে গিয়েছিলেন। ইনস্টাগ্রামে সেই ভ্রমণের ছবি শেয়ার করে তিনি লেখেন,  “মালদ্বীপ: আমার বরাবরের প্রেম। এক মাসের বিরতিতে ফিরে আসা এক অপরাধ, যেটা আমি খুশি মনে স্বীকার করি। এখানকার অপরিসীম আকর্ষণ, চিরন্তন আভা, আর সূর্যাস্ত যেন প্রকৃতির সবচেয়ে গ্ল্যামারাস র‍্যাম্প শো।”