কাজলকে পাত্তা দিলেন না অজয়? টাবুর সঙ্গে অজয়ের পুরোনো ভিডিয়ো ভাইরাল

সম্প্রতি ‘মা’ ছবির প্রচারে মুম্বইতে একটা ইভেন্টে উপস্থিত হয়েছিলেন অজয় দেবগণ আর কাজল। কাজল এই ছবির প্রধান মুখ। আর অজয় সেখানে এসেছিলেন ছবির প্রযোজক হিসাবে। কেন এই ছবিতে কাজলকে কাস্ট করেছেন অজয়, তা নিয়ে মজার ছলেই কথা বলেছেন অজয়-কাজল। কিন্তু এই ইভেন্টের মধ্যেই কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন সেখানে উপস্থিত ক্যামেরাপার্সন। যেখানে দেখা যাচ্ছে, কাজল অল্প […]

কাজলকে পাত্তা দিলেন না অজয়? টাবুর সঙ্গে অজয়ের পুরোনো ভিডিয়ো ভাইরাল

| Edited By: Bhaswati Ghosh

Jun 06, 2025 | 1:05 PM

সম্প্রতি ‘মা’ ছবির প্রচারে মুম্বইতে একটা ইভেন্টে উপস্থিত হয়েছিলেন অজয় দেবগণ আর কাজল। কাজল এই ছবির প্রধান মুখ। আর অজয় সেখানে এসেছিলেন ছবির প্রযোজক হিসাবে। কেন এই ছবিতে কাজলকে কাস্ট করেছেন অজয়, তা নিয়ে মজার ছলেই কথা বলেছেন অজয়-কাজল। কিন্তু এই ইভেন্টের মধ্যেই কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন সেখানে উপস্থিত ক্যামেরাপার্সন। যেখানে দেখা যাচ্ছে, কাজল অল্প সময়ের মধ্যেই তিনবার অজয়ের দিকে তাকালেন। কাজলের মুখ গম্ভীর। দেখে মনে হচ্ছে অজয় তাঁর দিকে তাকালে খুশি হতেন। কিন্তু কাজল তিনবার তাকালেও, অজয় তাকিয়ে ছিলেন সাংবাদিকদের দিকে। কাজল যে তাঁর দিকে তাকাচ্ছেন, সেটা যেন টের পেলেন না অজয়। অথচ এরকম হওয়ার কথা নয়। বর-বউ পাশাপাশি দাঁড়িয়ে থাকলে, একজন অন্যজনের দিকে তাকালে, তার প্রতিক্রিয়া পাবেন, সেটাই স্বাভাবিক।

কেন কাজলের দিকে তাকাননি অজয়, সেটা অবশ্য জানা যায়নি। হতে পারে, তিনি বুঝতে পারেননি। এদিকে এই মুহূর্তের সঙ্গে তুলনা করে অজয়ের সঙ্গে অভিনেত্রী টাবুর পুরোনো ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অজয় আর টাবুর এরকম বেশ কিছু ভিডিয়ো ভাইরাল। কোনও ছবির প্রচারের ফাঁকে তাঁরা হেসে গড়িয়ে যাচ্ছেন। বা টাবু অজয়ের গালে চুমু খাচ্ছেন। বলিউডে অজয়-টাবুর বন্ধুত্ব চর্চিত। একে-অন্যের পাশে থাকলেই তাঁরা খুব মজা করেন।

কিন্তু টাবুর সঙ্গে অজয়ের যে রসায়ন, সেই রসায়ন এই ইভেন্টে দেখা যায়নি কাজলের সঙ্গে। তাই বিষয়টা নিয়ে তুলনা শুরু হয়ে গিয়েছে। এক অনুরাগী আবার মজা করে লিখেছেন, ”এটাই স্বাভাবিক। বউকে অনেকে ভয় পান। বন্ধুর সঙ্গে বরং মজা করতে স্বচ্ছন্দ!”