
জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের ব্যক্তিগত জীবন ঘিরে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে নিজের গান ‘একবার ফির’-এর একটি আবেগঘন দৃশ্য শেয়ার করেন। যেখানে চিত্রায়িত হয়, মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার গায়িকা। পোস্টটির ক্যাপশনে তিনি শুধু লেখেন—“The Reason” (অর্থাৎ কারণ)। ভিডিয়োর সংবেদনশীল বিষয় ও ছোট্ট এই ক্যাপশন দেখে অনেকে ধরে নিয়েছেন, এটি হয়তো তাঁর বিবাহবিচ্ছেদ ইঙ্গিত।
মোনালি ও তাঁর স্বামী (সুইজারল্যান্ডের রেস্তোরাঁ ব্যবসায়ী) মাইক রিখটার, অনেকদিন ধরেই আলাদা থাকছেন বলে সূত্রের দাবি। মোনালি মাইককে ইনস্টাগ্রামে আনফলোও করেছেন, এবং তাঁদের একসঙ্গে তোলা বহু ছবিও মুছে ফেলেছেন। এসবের মাঝে শেয়ার করা এই দৃশ্য তাঁদের সম্পর্ক ভাঙনের গুঞ্জনকে আরও জোরালো হয়েছে। ঘনিষ্ঠ মহলের কথায়, দীর্ঘদিনের দূরত্বের কারণে তাঁদের সম্পর্কে ভাটা পড়েছে, তবে এখনো পর্যন্ত এই জুটির কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
উল্লেখ্য, মোনালি ও মাইক ২০১৭ সালে গোপনে বিয়ে করেছিলেন। তিন বছর পর, ২০২০ সালে তাঁরা বিষয়টা প্রকাশ্যে আনেন। সে সময় তিনি জানিয়েছিলেন, খুব ব্যক্তিগতভাবে বিয়েটা সেরেছিলেন বলেই সেটা জানাননি। কিন্তু বর্তমানে, সোশ্যাল মিডিয়ায় গায়িকার সাম্প্রতিক আচরণ ও আবেগঘন পোস্ট দেখে একাংশের মনে হচ্ছে, তাঁদের সম্পর্কে বোধহয় চিরস্থায়ী ফাটল ধরেছে। তবে সত্যি তাঁরা একসঙ্গে থাকবেন, নাকি বিচ্ছেদের পথই বেছে নেবেন, সে উত্তর সময় দেবে।