
সম্প্রতি গোটা বলিউডকে তথা গোটা সিনেপাড়াকে উপস্থিত হতে দেখা গিয়েছিল আম্বানি পরিবারের প্রি-ওয়েডিং পার্টিতে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং-এ তারকাদের ঢল নামতে দেখা যায় সেলেবদের। দেশ-বিদেশ থেকে নামী দামি সকলেই নিমন্ত্রণ পেয়ে ছুটে এসেছিলেন এই অনুষ্ঠানে যোগ দিতে। তালিকা থেকে বাদ পড়েনি বলিউডের তিন খানা, তাঁদের সঙ্গে আম্বানি পরিবারের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে ডাক পেয়ে থাকেন এই তিন সুপারস্টার। এখানেও তাঁরা নাচে, পারফর্মে হাসি মজায় মাতিয়ে রাখলেন অনুষ্ঠান। তিন খানকে এক মঞ্চে দেখে অনেকেই বেশ খুশি। নাটু নাটু গানে পা মেলাতেও দেখা গেল তাঁদের।
সেই সময়ই সেখানে উপস্থিত ছিলেন রামচরণ, আর আর আর ছবিতে উল্লেখযোগ্য অভিনয় করে সকলের মন জয় করেছেন তিনি আর নাটু নাটু এই ছবি থেকে জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার। যে গানের নাচ রাতারাতি চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন, ভাইরাল রাম চরণ,সেই সুপারস্টার মঞ্চের বাইরে থাকবেন তা কি হয়? তিনিও তো উপস্থিত ছিলেন আম্বানিদের প্রি ওয়েডিং পার্টিতে। আর সেই কারণেই শাহরুখ খানকে দেখা যায় রামচরণকে প্র্যাকটিসের সময় মঞ্চে ডেকে নিতে।
এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সে সময় এক মস্ত কাণ্ড ঘটিয়ে বসেন শাহরুখ খান, তিনি রামচরণকে ‘ইডলি সাম্বার’ বলে ডাকেন। যা নেহাতই মজার ছলে বলে থাকলেও নেট দুনিয়াটা মোটেও মজা হিসেবে গ্রহণ করতে রাজি নয়। কেউ লিখলেন ‘এটা কোনও তরুণ তরুণীর কাজ হলেও মানা যেত তবে শাহরুখ খানের মতো ব্যক্তিত্বের কাছ থেকে এটা একেবারে অপ্রত্যাশিত।’ কেউ আবার লিখলেন ‘এটি ভীষণ অপমানের। পাঞ্জাবিদের ল্যাসি দক্ষিণীদের ইডলি সাম্বার বলাটা মোটেও কাম্য নয়।’ আর তারপর থেকেই নিন্দের ঝড় ওঠে শাহরুখ খান কে ঘিরে।